ফাইল ছবি
শেষ আপডেট: 4 April 2025 14:12
দ্য ওয়াল ব্যুরো: অবৈধভাবে বসবাসকারী একাধিক নাগরিকদের তাঁদের দেশে ফিরিয়েছে আমেরিকা (US Deportations)। এদের মধ্যে প্রচুর ভারতীয়ও (Indians) রয়েছে। দেশে ফেরানোর প্রক্রিয়া এখনও চলছে। তবে এতদিনে ঠিক কতজন ভারতীয়কে বিতাড়িত করেছেন মার্কিন প্রশাসন? এই প্রশ্নের উত্তর মিলল।
শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। আর মধ্যে বেশির ভাগই অবৈধ ভাবে সে দেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভারতীয়দের মধ্যে বেশিরভাগকেই মার্কিন সীমান্তে আটক করা হয়েছিল। তারপর নথি যাচাইয়ের পর সেখান থেকেই ভারতে ফেরত পাঠানো হয়।
শুধু ভারত নয়, কানাডা, মেক্সিকো থেকে শুরু করে আরও নানা দেশের নাগরিকদের তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। প্রত্যেকের বিরুদ্ধেই অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা বা থাকার অভিযোগ রয়েছে। তবে আমেরিকার ফেরত পাঠানোর প্রক্রিয়ায় খুশি হতে পারেনি অনেকেই। দেখা গেছিল, এইসব নাগরিকদের পা-হাত-কোমর বেঁধে বিমানে তোলা হচ্ছে। মার্কিন প্রশাসনের তরফেও ভিডিও ছাড়া হয়েছিল। যা নিয়ে অবশ্য তীব্র প্রতিক্রিয়া দিয়েছিল ভারত।
কেন্দ্রের তরফে এখনও জানানো হয়েছে, যে কোনও সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। শিক্ষার্থী, পর্যটক এবং অফিসের কাজ আমেরিকায় যাওয়া কোনও কর্মীর যাতায়াতে যাতে কোনও সমস্যায় না হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, আমেরিকা প্রশাসনের তরফে নির্বাসনের জন্য চিহ্নিত ভারতীয়দের একটি তালিকা ভারত সরকারের কাছে পাঠানো হয়েছিল। তা যাচাই করা হয়েছে।
গত ফেব্রুয়ারি মাসে তিনটি বিমানে ৩০০-র বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছিল আমেরিকা। এ ছাড়াও, বাণিজ্যিক বিমানে পানামা থেকে ৫৫ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে। যদিও এদের মধ্যে অনেকের দাবি, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁদের ফেরত পাঠানো হয়েছে।