শেষ আপডেট: 9th January 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: কতক্ষণ বউয়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকবেন? তার থেকে তো রবিবারেও কাজ করা ভালো। দেশের অন্যতম বৃহৎ বহুজাতিক প্রযুক্তি সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর (L&T) চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যম এবার সপ্তাহে ৯০ ঘণ্টা কাজের নিদান দিলেন। শিল্প-কারখানার যন্ত্র-যন্ত্রাংশ নির্মাণ, ভারী শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, ইমারতি নির্মাণ, উৎপাদন শিল্প, বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি, সামরিক ও আর্থিক ব্যবসা সহ বহু ব্যবসায় এল অ্যান্ড টি-র কোটি কোটি টাকার ব্যবসা রয়েছে দেশ-বিদেশে। সেই কোম্পানির খোদ চেয়ারম্যান সুব্রহ্মণ্যম এবার ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির চেয়েও এককাটি উপরে গিয়ে সাপ্তাহিক কাজের সময় নিয়ে নিজের মত জানালেন।
কর্মীদের সঙ্গে সম্প্রতি আলাপচারিতার সময় সুব্রহ্মণ্যম বলেন, পারলে তিনি রবিবারেও তাঁদের দিয়ে কাজ করাতেন। সাতদিনে ৯০ ঘণ্টা কাজের পক্ষে জোর সওয়াল করেন তিনি। কোম্পানির সপ্তাহে ৬ কর্মদিবস নিয়ে একটি প্রশ্নের জবাবে একথা বলেন চেয়ারম্যান। ফলে কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের সামঞ্জস্য নিয়ে বহু চর্চিত বিতর্কে নতুন করে ঘি ঢাললেন এল অ্যান্ড টি-র কর্তা।
নারায়ণ মূর্তির থেকে আরও কয়েক ধাপ এগিয়ে সুব্রহ্মণ্যম বলেন, কর্মচারীদের সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা উচিত। প্রয়োজনে রবিবারের ছুটিও ত্যাগ করার পরামর্শ দেন। খুব কম সময় সংসারে কাটানো এবং আরও বেশি সময় অফিসে কাটানোর আবেদন জানিয়ে বিতর্কিত মন্তব্য করে বলেন, আপনার বউয়ের দিকে তাকিয়ে কতক্ষণ সময় কাটাতে পারেন!
তিনি বলেন, আমার দুঃখ যে আপনাদের দিয়ে রবিবারে কাজ করাতে সমর্থ হইনি আমি। আপনাদের দিয়ে যদি রবিবারেও কাজ করাতে পারতাম, তাহলে সবথেকে বেশি খুশি হতাম। একটি সোশ্যাল মিডিয়ায় এল অ্যান্ড টি-র চেয়ারম্যানের এই বক্তব্য ছড়িয়ে পড়েছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ঘরে বসে আপনারা কী করেন? কতক্ষণ বউয়ের মুখের দিকে তাকিয়ে বসে থাকেন? চলে আসুন রবিবারেও, ওইদিনেও কাজ শুরু করুন।
তাঁর বক্তব্যের সপক্ষে যুক্তি দিতে চেয়ারম্যান আরও বলেন, চিন আজকের দিনে আমেরিকাকে পিছনে ফেলে দিয়েছে কেন জানেন? কারণ চিনের কর্মীরা সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করেন। আর আমেরিকানরা মাত্র ৫০ ঘণ্টা কাজ করেন। যদি আপনারাও বিশ্বে একনম্বর স্থানে পৌঁছতে চান, তাহলে আপনাদেরও ৯০ ঘণ্টা কাজ করতে হবে। তৈরি হন বন্ধুরা, চলে আসুন, শুরু করি। ভিডিওটি প্রথম দেখা যায় রেডিট-এ। এখন এটি ভাইরাল হয়ে গিয়েছে।