শেষ আপডেট: 12th November 2024 16:21
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করেছে কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মিঠুন রাজ্যসভার প্রাক্তন সাংসদ, বর্তমানে বিজেপির জাতীয় কার্যকরী কমিটির সদস্যও। এই মুহূর্তে ঝাড়খণ্ড বিধানসভার ভোট প্রচারে রয়েছেন তিনি।
সেখানেই দাদা সাহেব ফালকে পুরস্কারের গোপন রহস্য ফাঁস করলেন মিঠুন। মঙ্গলবার ঝাড়খণ্ডে ভোট প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে মিঠুন বলেন, "আদিবাসী (পড়ুন, জনজাতি) রোল করেই আজ দাদা সাহেব ফালকের মতো এতবড় অ্যাওয়ার্ড পেয়েছি! তাই ঝাড়খণ্ডের আদিবাসীদের (পড়ুন, জনজাতি) বলব, আপনারা রাজ্যের যে পরিবর্তন চাইছেন সেটা বাস্তবায়িত করতে পারে একমাত্র বিজেপিই।"
৮১টি আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভার ৪৩টিতে আসনে ভোট হয়েছে গত ১৩ নভেম্বর। বাকি ৩৮টি আসনে ২০ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ২৩ নভেম্বর। জোর কদমে চলছে দ্বিতীয় পর্বের প্রচারাভিযান।
পর্যবেক্ষকদের অনেকের মতে, ঝাড়খণ্ডের ভোটে জনজাতি একটা বড় ফ্যাক্টর। সম্ভবত, সে কারণেই জনজাতি সেন্টিমেন্টকে দলের অনুকুলে টানতে দাদা সাহেব ফালকের মতো এতবড় অ্যাওয়ার্ডের নেপথ্যে তাঁর জনজাতি রোলের প্রসঙ্গ টেনে এনেছেন অভিনেতা-নেতা।
পদ্মশিবিরের আশা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস, আরজেডি এবং বামেদের জোট ‘ইন্ডিয়া’কে পরাস্ত করে এবারে তাঁরাই ঝাড়খণ্ডের ক্ষমতায় আসবেন।
মিঠুনও এদিন বলেন, "ঝাড়খণ্ডের ভোটাররা পরিবর্তন চাইছেন। তাঁরা বুঝতে পেরেছেন রাজ্যের সামগ্রিক উন্নয়ন করতে হলে এ রাজ্যে বিজেপিকে আনতেই হবে।"
গেরুয়া শিবির যে হিন্দুদেরই দল তাও ফের জোর গলায় দাবি করেছেন মিঠুন। বলেছেন, "বাকিরা সবাই এককাট্টা। শুধু হিন্দুরাই এককাট্টা নয়। এবার সময় এসেছে তাঁদেরও একজোট হতে হবে। আর সেজন্যই ভারতীয় জনতা পার্টি।"