শেষ আপডেট: 26th July 2024 22:54
দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় সারা দেশে পেট্রোল, ডিজেলের দাম অনেকখানি কমতে পারে। শুক্রবার সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
এনটিডিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে, পেট্রোল এবং ডিজেলের দাম রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হয় কারণ প্রতিটি রাজ্য এর ওপর আলাদা স্থানীয় কর নিয়ে থাকে।
নির্মলার কথায়, "পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনা হলে গ্রাহকদের দু'বার করে কর গুণতে হবে না। কারণ, বর্তমান নিয়মে রাজ্যকে আলাদা এবং কেন্দ্রকে আলাদা কর দিতে হয়। জিএসটির আওতায় নিয়ে আসলে সারা দেশে একটাই কর লাগু হবে। সেক্ষেত্রে রাজ্য বিশেষে পেট্রোল, ডিজেলের দামের হেরফের যেমন হবে না তেমনই ক্রেতারা অনেকটা কম দামে কিনতে পারবেন।"
তবে এ ব্যাপারে রাজ্যগুলি একমত হলে তবেই তা কার্যকরী করা সম্ভব বলেও জানিয়েেন অর্থমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে এক পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, পেট্রোলিয়াম পণ্যের উপর ৬০ শতাংশের কাছাকাছি কর দিতে হয় গ্রাহকদের। এর থেকে রাজ্য লাভ করে ২.৫ লাখ কোটি এবং কেন্দ্র লাভ করে ২ লাখ কোটি টাকা। সেখানে পেট্রোল এবং ডিজেলকে জিএসটির আওতায় আনার মাধ্যমে, এই পণ্যগুলির উপর সর্বাধিক ২৮ শতাংশ কর দিতে হবে গ্রাহককে। অর্থাৎ পেট্রোলিয়াম পণ্যের দাম শতকরা প্রায় ৩২ শতাংশ কমতে পারে, যদি রাজ্যগুলি এ ব্যাপারে সম্মত হয়।
এমনকী ২০২২ সালের নভেম্বরে তৎকালীন পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ পুরী বলেছিলেন, "যদি রাজ্যগুলি পদক্ষেপ নেয়, আমরা পেট্রোলিয়াম পণ্যের উপর একটাই কর বসাতে প্রস্তুত।" তবে রাজ্যগুলি সে সময় আপত্তি জানিয়েছিল। কারণ, পেট্রোলিয়াম পণ্য জিএসটির আওতায় চলে গেলে রাজ্যগুলির নিজস্ব আয় অনেকখানি কমে যাবে।