শেষ আপডেট: 30th April 2024 18:02
দ্য ওয়াল ব্যুরো: দেশের ২৪ টি এয়ারপোর্টে হুমকি ইমেল এসেছে। বোম মেরে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার একের পর এক হুমকি দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারীরা জানতে পেরেছেন, '১১১ সন্ত্রাসী' নামে এক গোষ্ঠীর কাছ থেকেই একটি উদ্বেগজনক ইমেল দেশব্যাপী ছড়িয়ে পড়েছে।
তদন্তে উঠে এসেছে, [email protected]এই ইমেল আইডি থেকে হুমকি মেল পাঠানো হয়েছে। যার ফলে ইতিমধ্যে দেশের নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতা জারি হয়েছে। হুমকি মেলে সন্ত্রাসী হামলার ইঙ্গিত দেওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে সব রকম চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
সোমবার সকাল সাড়ে ৯ টায় দেশের বিভিন্ন এয়ারপোর্টে হুমকি মেল আসে। বিশেষত বিমানবন্দরগুলিতে মেল এলেও ব্যাঙ্ক, ব্যাবসায়িক স্থান সহ দেশের নানান জায়গায় বোমাতঙ্কের মেল আসে খবর পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট মেলগুলিতে লেখা ছিল, "আমরা বিভিন্ন বিমানবন্দরে বোমা লাগিয়েছি। বোতাম টিপলেই একের পর এক বিস্ফোরণ শুরু হবে।" এই ইমেইল পাওয়ার পর বিমানবন্দরগুলির নিরাপত্তা দল অবিলম্বে বৈঠক করে> odjgl হাই অ্যালার্ট জারি করা হয় ৷ বিমানবন্দরের সব গেটে নজরদারি বাড়ানো হয়।
গভীর রাত পর্যন্ত দিল্লি বা অন্য কোনও হেড অফিস থেকে হুমকি দেওয়া ব্যক্তির সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। সূত্রের খবর, ই-মেলটি হিন্দিতে লেখা ছিল ৷ ই-মেলে বোমার ইমোজিও আঁকা ছিল। চিঠি পাওয়ার পর বিমানবন্দরের কনফারেন্স হলে জরুরি বৈঠক ডাকা হয় । এতে সিআইএসএফ এবং উত্তরপ্রদেশ পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। অবশেষে মঙ্গলবার দুপুরে কোন ইমেল আইডি থেকে মেল পাঠানো হয়েছে তার খোঁজ পান তদন্তকারীরা।