শেষ আপডেট: 16th March 2025 12:23
দ্য ওয়াল ব্যুরো: হোলির আনন্দ মুহূর্তেই বদলে গেল বিষাদে। রং খেলার সময় মদ্যপ অবস্থায় বচসা হয় ছয় জনের মধ্যে, হাতাহাতি ও মারপিটে মৃত্যু হয় তিনজনের। বেঙ্গালুরুর ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, আনেকাল এলাকায় একটি নির্মীয়মাণ বাড়িতে হোলির অনুষ্ঠান চলছিল শনিবার। সেসময় ছয় শ্রমিকের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। তাঁরা সকলেই বিহারের একই গ্রামের বাসিন্দা। এক মহিলাকে কটূক্তির পর থেকেই ঝগড়া চরমে ওঠে। লাঠি ও লোহার রড দিয়ে একে অপরের ওপর আক্রমণ চালান তাঁরা।
সংঘর্ষের পর তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। একজনের দেহ পাওয়া যায় অ্যাপার্টমেন্টের প্যাসেজে, দ্বিতীয়জনের দেহ একটি ঘরের ভেতরে এবং তৃতীয়জনের দেহ বাড়িটির বাইরে পাওয়া যায়।
মৃতদের মধ্যে দু'জনের পরিচয় পাওয়া গেছে। একজন অংশু (২২) ও আরেকজন রাধে শ্যাম (২৩)। তৃতীয় ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ঘটনায় জখম হয়েছেন কয়েকজন। তাঁদের একজনকে হেফাজতে নিয়েছে পুলিশ ও বাকি দুই অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।