শেষ আপডেট: 6th January 2025 10:55
দ্য ওয়াল ব্যুরো: ভারতে পাওয়া গেল হিউম্যান মেটানিউমোভাইরাস (HMPV)-এর সংক্রমণের খোঁজ। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। নমুনা পরীক্ষা করার পরই এই সংক্রমণের খবর ছড়িয়ে পড়ে। কর্নাটকের স্বাস্থ্য দফতর জানিয়েছে, নমুনাটি সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়নি। তবে বেসরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলেও সংক্রমণ নিয়ে সন্দেহের কোনও কারণ নেই।
সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, কর্নাটকের স্বাস্থ্য দফতর ভাইরাটির সংক্রমণ নিশ্চিত করেছে এবং কর্নাটক প্রশাসন বিষয়টি ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রককে জানিয়েছে। তবে চিনে যে এইচএমপি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে, বেঙ্গালুরুর শিশুটির শরীরে একই প্রজাতির ভাইরাস আছে কিনা তা এখনও পরিষ্কার নয়। স্বাস্থ্য দফতরের সূত্র খবর, চিনে এই ভাইরাসের কোন প্রজাতি সংক্রমিত হচ্ছে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই এখনই কিছু বলা সম্ভব নয়।
চিনে এই ভাইরাস সংক্রমণ নিয়ে আতঙ্ক তৈরি হলেও ভারতের পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে বলে কিছুদিন আগেই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং পরিচ্ছন্নতা বজায় রাখার আবেদন করা হয়েছে।
শনিবার স্বাস্থ্য মন্ত্রকের যৌথ পর্যবেক্ষক গোষ্ঠীর এক বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টরেট জেনারেল (DGHS), হু-র প্রতিনিধি, দিল্লি এইমস, বিপর্যয় মোকাবিলা সেল এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ (ICMR)-এর বিশেষজ্ঞরা। বৈঠকের পরেই বিবৃতি দিয়ে জানানো হয় যে, ভারতে সংক্রমণের হার এখনও পর্যন্ত বৃদ্ধি পায়নি।
তবে স্বাস্থ্য মন্ত্রক জানায়, 'চিনের পরিস্থিতি নিয়ে নজর রাখছে কেন্দ্রীয় সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে পরিস্থিতি মূল্যায়ন করা হচ্ছে। ইতিমধ্যে 'হু' (WHO)-কে আরও তথ্য সরবরাহের অনুরোধ করা হয়েছে।'
২০০১ সালে আবিষ্কৃত এইচএমপিভি ভাইরাস নতুন করে চিনে সংক্রমণ ছড়াচ্ছে নতুন বছরে। চিনের বিদেশ মন্ত্রক জানায়, এই নতুন ভাইরাস সাধারণ শীতকালীন ফুসফুসের সংক্রমণের মতোই এবং তা গুরুতর উদ্বেগের কারণ নয়।