শেষ আপডেট: 29th July 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের শুরুতেই ভয়াবহ পথদুর্ঘটনায় মুম্বইয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। ঘটনায় গ্রেফতার হন এক শিবসেনা নেতার ছেলে। নিজের বিএমডব্লিউ গাড়ি নিয়ে ওই মহিলাকে পিষে দিয়েছিলেন তিনি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ফের এই ধরনের ঘটনার সাক্ষী থাকতে হল বাণিজ্য নগরীকে। এবার বিএমডব্লিউ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের।
মুম্বইয়ের ওরলি এলাকায় এই ঘটনাটি ঘটেছে গত ২০ জুলাই। পুলিশ সূত্রে খবর, বিনোদ লাড নামে ২৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে গাড়ির ধাক্কায়। যদিও ঘটনার দিন তাঁর মৃত্যু হয়নি। গুরুতর জখম অবস্থায় তিনি এতদিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে সোমবার সকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যুবক। চলতি মাসে মুম্বইয়ে এই নিয়ে তৃতীয় এমন ঘটনা ঘটল।
পুলিশ জানিয়েছে, নিজের বাইক নিয়ে রাস্তার এক পাশ দিয়েই যাচ্ছিলেন বিনোদ। সেই সময়ে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গতিতে আসা একটি বিএমডব্লিউ গাড়ি। সঙ্গে সঙ্গে কিছুটা দূরে ছিটকে পড়েন বিনোদ। গুরুতর জখম হন। রক্ত মাখামাখি হয়ে গেছিল তাঁর শরীর। স্থানীয় এলাকাবাসীরাই তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। কিন্তু গাড়ির চালক সেখান থেকে নিমেষের মধ্যেই পালিয়ে গেছিলেন।
রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে ওই গাড়িকে শনাক্ত করে পুলিশ। সেই প্রেক্ষিতে শুরু হয় তদন্ত। তারপরই ওই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝিও একটি দুর্ঘটনা ঘটেছিল। দুটি অটোকে ধাক্কা মেরেছিল একটি অডি গাড়ি। ঘটনায় জখম হয়েছিলেন একাধিকজন।