শেষ আপডেট: 17th March 2025 08:13
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম উত্তর প্রদেশের মিরাটে (Meerut) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (private university) ছাত্রকে পুলিশ গ্রেফতার করেছে। তার অপরাধ যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নমাজ (namaz prayer) পাঠ করেছিল।
খালিদ প্রধান নামে ওই ছাত্র সমাজমাধ্যমে নমাজ পাঠের একটি ভিডিও পোস্ট করেছিল। তাতে দেখা যায় সে এবং জনা পঞ্চাশ পড়ুয়া ও বিশ্ববিদ্যালয়ের চারজন নিরাপত্তা রক্ষী ক্যাম্পাসের মাঠে খোলা আকাশের নীচে নমাজ পাঠ করছে।
ওই ভিডিও নিয়ে প্রতিবাদে সরব হয় হিন্দুত্ববাদী (Hindutva) শিবির। চাপের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চার নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করে। গঠন করা হয় তদন্ত কমিটি।
কমিটি জানায়, বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগের পড়ুয়া খালিদের উদ্যোগে ক্যাম্পাসের (campus) খোলা জায়গায় নমাজ পাঠের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করেছে।
মিরাটের পুলিশ সুপার (গ্রামীণ) রাকেশকুমার মিশ্র বলেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত (outrage religious feeling) করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় ওই ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অনুমতি ছাড়া প্রকাশ্য স্থানে নমাজ পাঠ করায় অন্য ছাত্র ও শিক্ষকদের ভাবাবেগে আঘাত করা হয়েছে।
যদিও নমাজ পাঠের সময় কেউ আপত্তি করননি। ওই ছাত্র নমাজ পাঠের বিডিও সমাজমাধ্যমে পোস্ট করার পর নানা মহল থেকে আপত্তি তোলা হয়। অন্যদিকে, মুসলিম সমাজের বক্তব্য, নমাজ পাঠ যে কোনও জায়গায় করা যায়। এ জন্য মসজিদেই যেতে হবে, এমন কোনও বিধান নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, অনুমতি ছাড়া প্রকাশ্য স্থানে কোনও ধর্মীয় উপাসনা করা যায় না। অন্য ধর্ম সম্প্রদায়ের মানুষ আপত্তি করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা উপেক্ষা করতে পারে না।