শেষ আপডেট: 23rd October 2024 13:24
দ্য ওয়াল ব্যুরো: বিহারে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গত সপ্তাহেই ৬৭ জনের মৃত্যুর খবর সামনে আসতে হইচই পড়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এল আরও এক চাঞ্চল্যকর ঘটনা। যা শুনে চোখ কপালে ওঠার জোগাড়।
তেলের ট্যাঙ্কারে করেই পাচার হচ্ছে পেটি পেটি মদ! হিন্দুস্তান পেট্রোলিয়ামের ট্যাঙ্কারটি থেকে ২০০ পেটি বিয়ার ও প্রচুর মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। গাড়িটি নাগাল্যান্ডের বলে আবগারি দফতর সূত্রে খবর।
গোপন সূত্রে খবর পেয়ে মদ বোঝাই গাড়িটি বিহারের মুজাফফরপুর থেকে আটক করা হয়। গাড়ির চালক ও খালাসি পলাতক। আবগারি দফতরের এক কর্তা জানিয়েছেন, মদের চোরাচালান আটকাতেই জাতীয় সড়কে অপেক্ষা করছিলেন তাঁরা।
পরে ট্যাঙ্কারটিকে নাগালে পেলেও চালক ও খালাসিকে এখনও গ্রেফতার করা যায়নি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বাজেয়াপ্ত হওয়া মদ অরুণাচল প্রদেশে তৈরি করে পাচার করা হচ্ছিল বলে খবর।
বিহারের সিওয়ান ও সারণ জেলায় গত সপ্তাহেই বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬৭ জনের। সূত্রের খবর, এখনও অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি এমন ঘটনা সামনে আসতেই বিরোধীদের লাগাতার চাপে পড়ে তদন্ত কমিটি গঠন করেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
বিরোধীদের অভিযোগ, নীতীশ মদ বন্ধের সপক্ষে হাজার যুক্তি সামনে আনলেও বিহার মোটেই মদ মুক্ত নয়। দেদার বিক্রি হচ্ছে বেআইনি মদ। লাগোয়া রাজ্যগুলি থেকেও মদ ঢুকছে রাজ্যে। যদিও সরকারের আবগারি দফতরে এক পয়সা রোজগার নেই।
সূত্রের খবর, বিহার পুলিশের কাজ হয়ে দাঁড়িয়েছে ঘুষের বিনিময়ে বেআইনি মদের ঠেকগুলি পাহারা দেওয়া। সেকারণেই একাধিক সময়ে অভিযান চালালেও খালি হাতে ফিরতে হয় পুলিশ ও আবগারি দফতরকে। এবার তেলের ট্যাঙ্কারে মদ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।