শেষ আপডেট: 11th September 2024 15:30
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের মতোই এবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন মাধবী পুরী বুচের নীরবতা নিয়ে প্রশ্ন তুলল হিন্ডেনবার্গ। একদিন আগেই কংগ্রেস মাধবী সম্পর্কে সন্দেহজনক প্রশ্ন তুলেছিল।
কংগ্রেসের অভিযোগ, সেবির সঙ্গে সম্পর্কযুক্ত একটি কনসালটেন্সি কোম্পানিতে মাধবী বুচের ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক শেয়ার মার্কেট পরামর্শদাতা মার্কিন কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ অভিযোগের সুরে বলেছে, উদ্ভূত ইস্যু নিয়ে মাধবী বুচ কোনও সদুত্তর দিচ্ছেন না কেন?
শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারপার্সন থাকাকালীন তাঁরই কনসালটেন্সি ফার্মের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল সেবির। তা নিয়ে বিরাট দুর্নীতির অভিযোগ তুলেছিল কংগ্রেস। এদিন সে বিষয়েই হিন্ডেনবার্গ রিসার্চ তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তোলে। মাত্র একটি লাইনে হিন্ডেনবার্গ বলেছে, সেবি প্রধান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ নীরব।
কংগ্রেসের অভিযোগ, মাধবী পদে থাকাকালীন তাঁরই ৯৯ শতাংশ মালিকাধীন উপদেষ্টা কোম্পানি বেশ কয়েকটি শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কাছ থেকে আর্থিক লেনদেন করেছিল। কংগ্রেস আরও বলেছে, মাধবী বুচের এই কোম্পানি এই সময়ে ৩ কোটি টাকা আয় করেছে। কংগ্রেস মুখপাত্র পবন খেরা একে দুর্নীতি বলে ব্যাখ্যা করেন। তাঁর মতে, শুধু দুর্নীতিই নয়, এটা পুরোপুরি অপরাধমূলক ষড়যন্ত্র।