ভেঙে পড়ছে বাড়ি। ছবি: পিটিআই
শেষ আপডেট: 1st August 2024 10:15
দ্য ওয়াল ব্যুরো: ভূমিধসে বিপর্যন্ত কেরল, প্রায় ৩০০ প্রাণ চলে গেছে। দিল্লির বন্যায় একের পর এক প্রাণ যাচ্ছে। এই পরিস্থিতিতে ঘোর বিপর্যয় ঘনিয়েছে হিমাচল প্রদেশেও। কুলুতে ভয়াবহ ভূমিধসে পার্বতী নদীতে তলিয়ে গেল তিনতলা অট্টালিকা। সংবাদ সংস্থা পিটিআই-এর পোস্ট করা ওই ভিডিওয় দেখা গেছে, ঠিক যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিশাল বাড়িটি।
দেখুন সেই ভিডিও।
VIDEO | Himachal Pradesh: A building collapsed and was washed away in raging Parvati River in #Kullu, earlier today. More details are awaited.#HimachalPradeshRains #HimachalWeather
— Press Trust of India (@PTI_News) August 1, 2024
(Source: Third Party) pic.twitter.com/KwphMv7Aj8
আজ, বৃহস্পতিবার সকালের এই ঘটনায় একজনের মত্যুর খবর মিলেছে। তবে অনেকের খোঁজ মিলছে না বলে জানা গেছে। তাঁরা প্রাণে বেঁচে আছেন কিনা, তা নিয়ে সংশয়ে সকলে।
শুধু কুলু নয়, বৃহস্পতিবার ভোররাতে হিমাচল প্রদেশের তিনটি জায়গায় মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়া গেছে। সিমলা জেলার রামপুর এলাকার ঝাকড়ির সমেজ খাদে এবং কুল্লুর মালানা খাদ ও বাগিপুলে জলবিদ্যুৎ প্রকল্পের কাছে মেঘভাঙার খবর পাওয়া গেছে। ঘটনায় ইতিমধ্যে ১৯ জন নিখোঁজ, মারা গেছেন এক জন।
Himachal Pradesh | 19 people are missing after a cloudburst in the Samej Khad area of Rampur area in Shimla district. SDRF team has left for the spot: Shimla Deputy Commissioner (DC) Anupam Kashyap
— ANI (@ANI) August 1, 2024
২০১৩ সালে হড়পা বানে ভেসেছিল কেদারনাথ। প্রাণ গিয়েছিল বহু পর্যটকের। সেই স্মৃতি এখনও টাটকা। এর মাঝেই বুধবার থেকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে। যার জেরে মন্দাকিনী নদীর জলস্তর হু হু করে বাড়ছে। মেঘভাঙা বৃষ্টির জেরে কেদারনাথ যাওয়ার ভীম বালি এলাকার ৩০ মিটার রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ওই রাস্তা দিয়ে আপাতত চলাচল বন্ধ রাখা হয়েছে।
#BREAKING : Cloud burst in Bhim Bali Gadera, Kedarnath. About 30 meters of the walking path was damaged .
— SARCASTIC AKKI (@SarcasticAkki69) July 31, 2024
Along with the cloudburst, a landslide also occurred on the spot.#BhimBaliGadera #Kedarnath #CloudBurst #Uttarakhand #UttarakhandCloudburst #UttarakhandWeather pic.twitter.com/mk1wMdi3jb
ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে আরও বহু প্রাণও যেতে পারে বলে আশঙ্কা। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দলকে পাঠানো হয়েছে উদ্ধারকাজে। আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।