Date : 19th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের পারমাণবিক বাঙ্কার ধ্বংসের ক্ষমতা নেই ইজরায়েলের, ভরসা মার্কিন শক্তিশালী বোমা ‘এমওপি’৩২-এই থামল ক্লাইভের উড়ান, বিমান দুর্ঘটনায় প্রয়াত কো-পাইলটের শেষকৃত্যে শোকস্তব্ধ পরিবারবাবা জোর করে বিয়ে দিয়েছিল, পড়াশোনা করতে চেয়ে বাড়ি থেকে পালিয়ে থানায় নাবালিকানখে কেন কালো নেলপলিশ লাগান রোনাল্ডো? সবই নয় ফ্যাশন, পুরোটাই স্বাস্থ্যের গল্প!IND vs ENG: এবার নজরে বুমরাহ-রুট দ্বৈরথ, এগিয়ে কে?অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্কটজনক, এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লি এইমসেযাঁরা ইংরেজি বলেন, ভবিষ্যতে লজ্জা পাবেন, দেশের সংস্কৃতি বোঝার ক্ষমতা বিদেশি ভাষার নেই: শাহবৃষ্টিভেজা রাতে শ্রীদেবীর শরীরে অসহ্য যন্ত্রণা, বনি হঠাৎই অনিলকে বলেন, 'বৌদিকে জাপটে ধরো'৫০০ গ্রামের কাঁকড়া খেতে চান বিজেপির অশোক! মন্ত্রী বললেন, গোয়া কেন যাবেন, বাংলাতেই পাবেন'জন্মভূমি'তে বিক্রম চরিত্রে আমায় দেখে বাড়িতে ডেকেছিলেন অরবিন্দ মুখোপাধ্যায়: ভাস্বর
PM Chairs Session with Top Security and Intelligence Officials

India-Pakistan Ceasefire: ভারত-পাক আলোচনার পূর্বে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক মোদীর, এবার রয়েছেন শীর্ষ গোয়েন্দা আধিকারিকও

গত সপ্তাহে সংঘর্ষের জেরে ভারতের যে ৩২টি বিমানবন্দরে সাময়িকভাবে বেসামরিক বিমান ওঠানামা বন্ধ করেছিল, সেগুলি ধীরে ধীরে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

India-Pakistan Ceasefire: ভারত-পাক আলোচনার পূর্বে দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক মোদীর, এবার রয়েছেন শীর্ষ গোয়েন্দা আধিকারিকও

ফাইল ছবি

শেষ আপডেট: 12 May 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা জবাবে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকি সীমান্ত। চারদিন গুলি গোলা চলার পর শনিবার দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। এই পরিস্থিতিতে ১২ মে অর্থাৎ আজ দু'দেশের সেনা প্রধানদের মধ্যে বৈঠকের কথা রয়েছে। তার ঠিক কয়েক ঘণ্টা আগে দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা। জানা গেছে, এদিন বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বৈঠকে কথা হয়েছে।

এই বৈঠকে মন্ত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, বিদেশ সচিব বিক্রম মিস্রি, গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন ডেকা এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (RAW)-এর প্রধান রবি সিনহাও।

সূত্রের খবর, বৈঠকের মূল কারণ ২২ এপ্রিল পহেলগামে ঘটে যাওয়া জঙ্গি হামলা, যেখানে প্রাণ হারান ২৬ জন। তদন্তে উঠে আসে সীমান্ত পেরিয়ে জঙ্গিরা এদেশে ঢুকে হামলার ছক কষে। পরিকল্পনা মাফিক খুন করা হয় নিরীহ ২৬ জনকে। তারপর সিন্ধু জলচুক্তি স্থগিত করে দিলে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাক সেনা। ৭ মে মাঝরাতে পাকিস্তানে ঢুকে যোগ্য জবাব দিয়ে আসে ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় ৯ জঙ্গি ঘাঁটি।

তারপর থেকে টানা চারদিন গোলা গুলি চলতে থাকে। অবশেষে শনিবার পরিস্থিতি ঠান্ডা হতে শুরু করে। একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। জানা যায়, সোমবার দুই দেশের সেনা প্রধানরা কথা বলবেন। তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার বৈঠকের আগেই প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়। কিন্তু সূত্র বলছে, এখন সেই বৈঠক পিছিয়ে গেছে।

এদিকে, গত সপ্তাহে সংঘর্ষের জেরে ভারতের যে ৩২টি বিমানবন্দরে সাময়িকভাবে বেসামরিক বিমান ওঠানামা বন্ধ করেছিল, সেগুলি ধীরে ধীরে চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

এই পুরো ঘটনাপ্রবাহের মাঝে হঠাৎই মধ্যস্থতার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনিই প্রথম সোশ্যাল মিডিয়ায় সংঘর্ষবিরতির কথা ঘোষণা করেন। এনিয়ে দুদেশই মুখ খোলেনি। তবে, রাহুল গান্ধী-সহ বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই প্রশ্ন সংসদে অধিবেশনে তোলার কথাও ভেবেছেন তাঁরা।


ভিডিও স্টোরি