শেষ আপডেট: 9th March 2025 14:11
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে কোনও বিয়েবাড়ির (Marriage) অনুষ্ঠানে ব্যবহার করা যাবে না প্লাস্টিকের জলের বোতল (Plastic Packaged Water)। পাশাপাশি সরকারি অনুষ্ঠানেও প্লাস্টিকের উপকরণের ব্যবহার একেবারেই বন্ধ করতে হবে। সম্প্রতি এমনই নির্দেশ কেরল হাইকোর্টের (Kerala High Cout)।
প্লাস্টিকের ব্যবহার মাত্রাতিরিক্তভাবে বাড়তেই মাথায় হাত পরিবেশবিদদের। বারবার একাধিক পরামর্শ দিলেও তা কানেই তুলছেন না কেউ। সে কারণেই এবার হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিল, খুব প্রয়োজন ছাড়া রাজ্যে প্লাস্টিক ব্যবহার করা চলবে না।
হাইকোর্ট জানিয়েছে পরিবেশের দূষণের কথা মাথায় রেখেই বিয়ের অনুষ্ঠানে প্লাস্টিকের পানীয় জলের বোতল ব্যবহার করা একেবারেই উচিত নয়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ সম্পর্কিত বিষয়গুলির উপর একটি স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন এমন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি জানান, পুনরায় ব্যবহার করা যায় না এমন প্লাস্টিক পাকাপাকিভাবে রাজ্য থেকে সরাতে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। কেরল হাইকোর্টের বিচারপতিরাও সরকারের থেকে জানতে চান কীভাবে প্লাস্টিকের পানীয় জলের বোতল পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব?
জবাবে সরকারি আইনজীবী আদালতে জানান, ১০০ জনের বেশি লোক জমায়েত করেন এমন অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্স প্রয়োজন। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির এই লাইসেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে। যদিও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বিভাগের বিশেষ সচিব বলেন, বিয়ের অনুষ্ঠানে হাফ লিটার জলের বোতল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা রয়েছে।
পাশাপাশি এদিন রেলকে ট্র্যাকের আবর্জনা সম্পূর্ণরূপে পরিষ্কারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, রেলপথ পরিষ্কার রাখার দায়িত্ব তাদেরই নিতে হবে। জনগণ এবং আইনি ব্যবস্থার প্রতি রেলকে দায়বদ্ধ হতেই হবে। কোনওভাবেই রেললাইনে আবর্জনা ফেলার অনুমতি দেওয়া ঠিক নয়।