সোমবার সকাল ৬টা ২৯ মিনিটে ইজরায়েলের জেরুজালেমে সাধারণ মানুষ হামাস হানার সময়টিকে স্মরণ করতে নীরবতা পালন করলেন।
শেষ আপডেট: 7th October 2024 10:59
দ্য ওয়াল ব্যুরো: ৭ অক্টোবর, ২০২৩। ইজরায়েল কেঁপে উঠেছিল হামাস বাহিনীর সীমান্ত পেরিয়ে হামলায়। সোমবার সেই ভয়ঙ্কর গণহত্যার বর্ষপূর্তি পালিত হচ্ছে ইহুদি রাষ্ট্রে। শোক, প্রতিহিংসার আগুনে দগ্ধ একদিকে ইজরায়েল একদিকে প্যালেস্তাইনের গাজা খাঁড়ি অন্যদিকে হিজবুল্লার পিতৃভূমি লেবানন ও ইরানের সঙ্গে মারণ যুদ্ধ চালিয়ে যাচ্ছে এক বছর ধরে।
লেবানন ও প্যালেস্তাইনের গাজায় রবিবারেও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইজরায়েলি বাহিনী। এর মাঝেই ইজরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইজরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হেনেছে হিজবুল্লাহর রকেট। আহত হয়েছে ১০ জন।
ইজরায়েলে হামাসের হামলার এক বছর পূর্ণ হল সোমবার (৭ অক্টোবর)। এর পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইজরায়েলি বাহিনী। শুরু হয় সর্বাত্মক যুদ্ধ। গাজায় এখনও ইজরায়েলের সেই যুদ্ধ চলছে। তবে যুদ্ধ এখন আর শুধু গাজায় সীমাবদ্ধ নেই, বরং লেবানন-সিরিয়ায় একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েল। গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে লেবানন ও গাজায় হামলা এবং হাইফায় পাল্টা হামলার ঘটনা ঘটল।
স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবার রাতে হিজবুল্লার রকেটের আঘাতে হাইফায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইজরায়েলি সংবাদমাধ্যমের খবর, হাইফা ছাড়াও দেশটির তিবেরিয়াস শহরে রকেট হামলা হয়েছে। সব মিলিয়ে ১০ জন আহত হয়েছেন। তবে হিজবুল্লার দাবি, তারা হাইফার দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ‘ফাদি ১’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এদিকে লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে রবিবার জোরাল বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। মূলত ইরান-সমর্থিত হিজবুল্লার গোয়েন্দা সদর দফতর আর অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইজরায়েলি সামরিক বাহিনী। এছাড়া লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকা অঞ্চলেও হামলা হয়েছে।