শেষ আপডেট: 27th July 2024 08:28
দ্য ওয়াল ব্যুরো: শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, পড়শি রাজ্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনও শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। শনিবারই তাঁর দিল্লি পৌঁছানোর কথা।
শনিবার নীতি আয়োগের বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। ওই বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলের মুখ্যমন্ত্রীরা। তবে ব্যতিক্রম মমতা ও হেমন্ত। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতার দুর্নীতির অভিযোগে জেল হয়েছিল। জামিন পাওয়ার পর ফের মুখ্যমন্ত্রী হয়েছেন। দায়িত্ব নেওয়ার পর গত সপ্তাহে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন তিনি। তখনই রাজ্যের হয়ে গুচ্ছ দাবিদাওয়া পেশ করেছিলেন। নীতি আয়োগের বৈঠকে সেই প্রসঙ্গই তোলার কথা তাঁর।
এদিকে, কেন্দ্রীয় বাজেটে বিরোধী দল পরিচালিত রাজ্যগুলির প্রতি বঞ্চনার অভিযোগ উঠেছে। কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী ছাড়াও তামিলনাড়ুর এমকে স্ট্যালিন এবং কেরলের পিনারাই বিজয়ন বৈঠকে যোগ দিচ্ছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে রেখেছিলেন তিনি বৈঠকে যোগ দিয়ে রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাবেন। এমনীকে বাংলার মুখ্যমন্ত্রী মনে করেন, নীতি আয়োগ তুলে দিয়ে আগের যোজনা কমিশন চালু করা দরকার।
শুক্রবার দিল্লি পৌঁছে মমতা জানান, তিনি বৈঠকে যোগ দিয়ে সব বঞ্চিত রাজ্যের হয়েই কথা বলবেন। বৈঠক বয়কটের প্রসঙ্গে তিনি নাম না করে কংগ্রেসের দিকে আঙুল তুলেছেন। বলেন, এই ব্যাপারে সমন্বয়ের অভাব ছিল। বৈঠক বয়কটের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়নি।