শেষ আপডেট: 4th February 2025 15:21
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা এমন কিছু বড় নয়। মঙ্গলবার লোকসভায় সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের বিজেপি সরকার বিরোধী তোড়ফোঁড় আক্রমণের জবাবে এই মন্তব্য করেন বিজেপির মথুরার এমপি, অভিনেত্রী হেমা মালিনী। সমাজবাদী পার্টির নেতা অখিলেশকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে হেমা বলেন, অখিলেশের কাজই হল মিথ্যা কথা বলে যাওয়া। আমরাও কুম্ভমেলায় গিয়েছি। হ্যাঁ একটা ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু তা এমন কিছু বড় ঘটনা নয়। কুম্ভের ঘটনা নিয়ে চারিদিকে অতিরঞ্জিত করা হচ্ছে, দাবি হেমা মালিনীর।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃতস্নানে পদপিষ্ট হয়ে মহাকুম্ভে সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়। জখম হন বহু ভক্ত। কিন্তু, উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি থেকে শুরু করে কংগ্রেসও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে তুলোধনা করে চলেছে। সোমবার সপার রাজ্যসভা সদস্য জয়া বচ্চন মৃতদেহের পচনে গঙ্গা দূষণের অভিযোগ সহ মৃতের সংখ্যা গোপন করার দিকেও আঙুল তোলেন। তারপর এদিন লোকসভায় অখিলেশ যাদবও মৃতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি তোলেন।
এর জবাবে মহাকুম্ভ মেলার আয়োজনে যোগী সরকার অত্যন্ত ভালো কাজ করছে বলে দাবি করেন হেমা। তিনি বলেন, এই বিশালাকার ও মহা আয়োজন অত্যন্ত নিপুণ হাতে পরিচালনা করছে রাজ্য সরকার। সেখানে যে কর্মকাণ্ড চলছে, তা প্রশংসার দাবি রাখে। কাতারে কাতারে মানুষ সেখানে আসছেন, যাচ্ছেন। যা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হলেও আমরা পূর্ণ শক্তিতে তা করে চলেছি। হেমা আরও বলেন, আমরা নিজেরাও সেখানে স্নান করেছি। কোথাও কোনও সমস্যা নেই। সে কারণেই প্রধানমন্ত্রী মোদী স্নান করতে যাচ্ছেন কুম্ভে। সবকিছুই ভালোভাবে চলছে।