আমদাবাদের বিমান দুর্ঘটনার ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় কেঁপে উঠল কেদারনাথ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝের ঘন জঙ্গলে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার।
কেদারনাথে ভেঙে পড়ল হেলিকপ্টার
শেষ আপডেট: 15 June 2025 09:36
দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদের বিমান দুর্ঘটনার ধাক্কা এখনও কাটেনি। এর মধ্যেই ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় কেঁপে উঠল কেদারনাথ। গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝের ঘন জঙ্গলে ভেঙে পড়ল একটি হেলিকপ্টার। মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। নিখোঁজ রয়েছেন আরও ২ জন। উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেদারনাথ ধামের কাছাকাছি ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। গুপ্তকাশীর উদ্দেশে যাত্রা শুরু করেছিল হেলিকপ্টারটি। উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশনের ওই কপ্টারটি ভোর ৫টা নাগাদ ওড়ে। যাত্রী ছিলেন ৭ জন, সঙ্গে ছিলেন এক পাইলট।
দুর্ঘটনার পর দু’দিনের জন্য স্থগিত করা হল চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই কপ্টারটির উচ্চতা কমতে শুরু করে। সাড়ে ৫টার সময় সেটি গৌরিকুণ্ড ও ত্রিযুগীনারায়ণের মাঝখানের গভীর জঙ্গলে আছড়ে পড়ে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি ভেঙে পড়ে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ দু’জনের সন্ধানে জোরদার তল্লাশি চলছে।
তবে দুর্ঘটনাস্থল একেবারে দুর্গম এলাকায় হওয়ায় উদ্ধারকারী দলকে পায়ে হেঁটে পৌঁছাতে হচ্ছে, যার ফলে কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।