শেষ আপডেট: 2nd October 2024 10:43
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে মহারাষ্ট্রের পুণে শহরের অদূরে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের দু’জন পাইলট। অপরজন ইঞ্জিনিয়ার।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল পৌনে সাতটা নাগাদ, পাহাড়ি এলাকা ভবদানে। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে কপ্টারে আগুন লেগে যায়। স্থানীয় একটি গলফ কোর্স থেকে সেটি উড়েছিল। যাচ্ছিল মুম্বইয়ে। নিহত দুই পাইলট হলেন পরমজিত সিং ও জিকে পিল্লাই। নিহত ইঞ্জিনিয়ারের নাম প্রীতম ভরদ্বাজ।
পুলিশ জানিয়েছে পুণে পুরসভার দমকল গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দুই পাইলট ও ইঞ্জিনিয়ারকে বাঁচানো যায়নি। পাহাড়ের কোলে জঙ্গলে পড়ে থাকা হেলিকপ্টারের আগুন নেভাতে দেরি হয়ে যায়।
বেসরকারি কোম্পানির হেলিকপ্টারটি ভাড়া করেছিলেন মুম্বইয়ের এনসিপি নেতা সুনীল তাতকারে। কপ্টারে চেপে তাঁর রায়গড় যাওয়ার কথা ছিল।