Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
৭৫ বছরে কেউ শুভেচ্ছা জানালে বুঝতে হবে সরে যাওয়ার সময় এসেছে, মোদীকে অবসরবার্তা ভাগবতের?Eng vs Ind: বুমরাহ বনাম আর্চার: রকেট ভার্সেস রকেট! আজ আগুন-ঝরানো দ্বৈরথের মঞ্চ লর্ডসওড়িশায় প্রাক্তন স্ত্রীর গলা কেটে খুনের চেষ্টা! তাঁর সঙ্গীর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করলেন ব্যক্তিএপ্রিলে তৈরি রাস্তার বেহাল দশা! বেঙ্গালুরুতে নতুন ফুটপাথেই খোঁড়াখুঁড়ি, ক্ষুব্ধ স্থানীয়রাকসবাকাণ্ডে পুলিশি তদন্তে সন্তুষ্ট নির্যাতিতার পরিবার, জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্নগুগল ক্রোমের জনপ্রিয়তা কমিয়ে দিতে পারে ওপেন এআই-এর এই ওয়েব ব্রাউজার, কবে আসছে?মেট্রোয় ফের বিভ্রাট! অফিস টাইমে বিপর্যস্ত লাইফলাইন, লোকাল ট্রেনের উদাহরণ টানছেন যাত্রীরাবেটিং অ্যাপের প্রচার! রানা দগ্গুবতী, বিজয়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা, তদন্তে ইডিস্কুলের শৌচাগারে রক্ত! পিরিয়ড হয়েছে কিনা দেখতে জামা খুলিয়ে পরীক্ষা ছাত্রীদের, নিন্দা দেশজুড়েতিন বছরের চুক্তিতে রাজস্থান থেকে ইস্টবেঙ্গলে এলেন মার্তান্ড রায়না
Heavy rain in Mumbai

নাছোড় বৃষ্টিতে নাজেহাল মুম্বই, রাস্তা ডুবুডুবু, ট্রেন চলাচলে বিঘ্ন, আরও বর্ষণের সতর্কতা

দেশের বাণিজ্যনগরী ও সংলগ্ন শহরগুলির নিচু জায়গাগুলি জলমগ্ন হয়ে রয়েছে।

নাছোড় বৃষ্টিতে নাজেহাল মুম্বই, রাস্তা ডুবুডুবু, ট্রেন চলাচলে বিঘ্ন, আরও বর্ষণের সতর্কতা

লাগাতার বৃষ্টিতে রাস্তার ধারে জল জমে যাওয়ায় মাঝপথ দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।

শেষ আপডেট: 16 June 2025 11:29

দ্য ওয়াল ব্যুরো: রবিবার থেকে লাগাতার বৃষ্টিতে লন্ডভন্ড মুম্বই। দেশের বাণিজ্যনগরী ও সংলগ্ন শহরগুলির নিচু জায়গাগুলি জলমগ্ন হয়ে রয়েছে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটেছে বহু এলাকায়। মুম্বইয়ের জীবনরেখা লোকাল ট্রেন লাইনগুলিতে জল দাঁড়িয়ে যাওয়ায় বহু ট্রেন দেরিতে চলেছে। সকালে তো বটেই বিকেলে অফিসফেরতা নিত্যযাত্রীরাও দুর্ভোগে পড়েন। একইভাবে মেট্রো রেল চলাচলেও বিঘ্ন ঘটে অতিবৃষ্টির জেরে।

গত ২৪ ঘণ্টা মুম্বইয়ে গড়পরতা ৯৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। উল্লেখ্য, চলতি জুন মাসে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় ১৮ জনের মৃত্যু ও ৬৫ জন জখম হয়েছেন। মুম্বইয়ের পূর্ব শহরতলিতে ৫৮ এবং পশ্চিম শহরতলিতে ৭৫ মিমি বৃষ্টির খবর মিলেছে।

তবে এতেই নাছোড় বৃষ্টির খামতি হচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সহ আগামী ২৪ ঘণ্টাতেও মুম্বইয়ে অতি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বই, ঠানে ও পালঘরের জন্য কমলা সতর্কতা এবং রায়গড় জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

এদিন দুপুরে আরব সাগরে জলোচ্ছ্বাস প্রায় ৪.২১ মিটার পর্যন্ত পৌঁছেছিল। আরেকটি জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ। নিচু ঢেউয়ের উচ্চতা হতে পারে ১.৮৬ মিটার। সোমবার মধ্য ও পশ্চিম হেলের অধিকাংশ শহরতলির ট্রেন দেরিতে চলাচল করেছে। দিনের ব্যস্ত সময়েও ২০-৩০ মিনিট দেরিতে ট্রেন চলাচল করে।

ঝোড়ো হাওয়ায় একটি প্লাস্টিকের শিট ওভারহেড তারে এসে জড়িয়ে যাওয়ায় ঘাটকোপর-আন্ধেরি-ভারসোবা লাইনে কিছুক্ষণের জন্য মেট্রো চলাচল বিঘ্নিত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে ইন্ডিগো, স্পাইস জেট যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। কারণ আকাশ ঘন কালো মেঘে ছেয়ে থাকায় বিমানবন্দরের দৃশ্যমানতা অনেক নেমে এসেছে।


ভিডিও স্টোরি