দেশের বাণিজ্যনগরী ও সংলগ্ন শহরগুলির নিচু জায়গাগুলি জলমগ্ন হয়ে রয়েছে।
লাগাতার বৃষ্টিতে রাস্তার ধারে জল জমে যাওয়ায় মাঝপথ দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন বাসিন্দারা।
শেষ আপডেট: 16 June 2025 11:29
দ্য ওয়াল ব্যুরো: রবিবার থেকে লাগাতার বৃষ্টিতে লন্ডভন্ড মুম্বই। দেশের বাণিজ্যনগরী ও সংলগ্ন শহরগুলির নিচু জায়গাগুলি জলমগ্ন হয়ে রয়েছে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটেছে বহু এলাকায়। মুম্বইয়ের জীবনরেখা লোকাল ট্রেন লাইনগুলিতে জল দাঁড়িয়ে যাওয়ায় বহু ট্রেন দেরিতে চলেছে। সকালে তো বটেই বিকেলে অফিসফেরতা নিত্যযাত্রীরাও দুর্ভোগে পড়েন। একইভাবে মেট্রো রেল চলাচলেও বিঘ্ন ঘটে অতিবৃষ্টির জেরে।
গত ২৪ ঘণ্টা মুম্বইয়ে গড়পরতা ৯৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। উল্লেখ্য, চলতি জুন মাসে বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় ১৮ জনের মৃত্যু ও ৬৫ জন জখম হয়েছেন। মুম্বইয়ের পূর্ব শহরতলিতে ৫৮ এবং পশ্চিম শহরতলিতে ৭৫ মিমি বৃষ্টির খবর মিলেছে।
তবে এতেই নাছোড় বৃষ্টির খামতি হচ্ছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সহ আগামী ২৪ ঘণ্টাতেও মুম্বইয়ে অতি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বই, ঠানে ও পালঘরের জন্য কমলা সতর্কতা এবং রায়গড় জেলায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এদিন দুপুরে আরব সাগরে জলোচ্ছ্বাস প্রায় ৪.২১ মিটার পর্যন্ত পৌঁছেছিল। আরেকটি জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ। নিচু ঢেউয়ের উচ্চতা হতে পারে ১.৮৬ মিটার। সোমবার মধ্য ও পশ্চিম হেলের অধিকাংশ শহরতলির ট্রেন দেরিতে চলাচল করেছে। দিনের ব্যস্ত সময়েও ২০-৩০ মিনিট দেরিতে ট্রেন চলাচল করে।
ঝোড়ো হাওয়ায় একটি প্লাস্টিকের শিট ওভারহেড তারে এসে জড়িয়ে যাওয়ায় ঘাটকোপর-আন্ধেরি-ভারসোবা লাইনে কিছুক্ষণের জন্য মেট্রো চলাচল বিঘ্নিত হয়। প্রতিকূল আবহাওয়ার কারণে ইন্ডিগো, স্পাইস জেট যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। কারণ আকাশ ঘন কালো মেঘে ছেয়ে থাকায় বিমানবন্দরের দৃশ্যমানতা অনেক নেমে এসেছে।