শেষ আপডেট: 10th August 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টিতে উত্তরাখণ্ডের বেশকিছু জায়গা ধসে বিপর্যস্ত। শুক্রবার সারারাত অবিরাম বর্ষণে চামোলি জেলার কয়েক জায়গায় ধস নামে। তাতে বদ্রীনাথ জাতীয় সড়কের কয়েকটি জায়গায় রাস্তা বন্ধ হয়ে রয়েছে। পথের উপর পড়ে রয়েছে বিরাট বড় বড় পাথরের চাঁই।
ধসে কামেডা, নন্দপ্রয়াগ এবং ছিঙ্কায় জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ধস সরিয়ে রাস্তা সচল করার কাজে নেমেছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসেও প্রবল বৃষ্টির তোড়ে ধস নেমে উত্তরাখণ্ডের ২৬০টির বেশি রাস্তা বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘণ্টা ধরে কয়েক হাজার তীর্থযাত্রী প্রবল বৃষ্টি ও ধসের কবলে পড়ে আটকে পড়েছিলেন। ১১ জুলাই সকালে বর্ডার রোডস অর্গানাইজেশন দিনরাতের চেষ্টায় ধস সরিয়ে রাস্তা খুলে দিতে সক্ষম হয়।
সেদিন জোশিমঠের কাছে চুঙ্গিধারে বদ্রীনাথ হাইওয়ের একাংশ থেকে ধস সরিয়ে কিছু এলাকায় হাঁটার মতো পথ এবং কিছু জায়গায় একটি গাড়ি চলাচলের মতো পরিসর তৈরি করে দেওয়া হয়। গত ৯ জুলাই থেকে এই জায়গাটি ধসে অবরুদ্ধ হয়েছিল। বিআরও কর্মীদের অদম্য চেষ্টার ফলে প্রায় ৫৮ ঘণ্টা পর ২০০ জন তীর্থযাত্রীকে ওই দুর্গম এলাকা পার করিয়ে দেওয়া হয়।