শেষ আপডেট: 17th March 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: অর্ধনগ্ন অবস্থায় মদের বোতল কোমরে গুঁজে সরকারি প্রাথমিক স্কুলে (Primary School) ঢুকে রীতিমতো দাপাদাপি করল এক মদ্যপ (Drunk Man)। শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের পাশাপাশি স্কুলে (School) বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ইতিমধ্যে বাবলা গুর্জর নামে ওই ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটের (Meerut) ছাত্রীদের স্কুলে আচমকা এমন কাণ্ডে রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
শনিবার বিকেলে বাবলা একেবারে নেশাগ্রস্ত অবস্থায় স্কুলে ঢুকে পড়ে। আচমকাই স্কুলের শিক্ষক ও অনান্য কর্মীদের চূড়ান্ত হেনস্থা করে বলে অভিযোগ। স্বাভাবিকভাবে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুলেরই এক শিক্ষক পুরো ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানেই মদ্যপ বাবলার আসল কীর্তি সামনে এসেছে।
ভাইরাল ভিডিওতে, বাবলাকে স্কুল থেকে টেনে বের করে দিতে দেখা যাচ্ছে। তবে ছেড়ে সেওয়ার পাত্র নয় সে, টানাটানিতে বিরক্ত হয়েই শিক্ষকদের দিকে তেড়ে যেতে দেখা যায় তাকে। রীতিমতো শাসানি দিতেও দেখা যায়। এমনকি ছাত্রীদের স্কুলের ভিতরে ঢুকতে দিতেও বাধা দিতে দেখা যায় তাকে।
A drunk goon enters a primary school in #UttarPradesh's #Meerut, harasses female teachers, and forces young girls out of class! pic.twitter.com/IHUnks2lZU
— Hate Detector ???? (@HateDetectors) March 16, 2025
এছাড়া ভিডিওটিতে দেখা গিয়েছে, স্কুলে রীতিমতো চিৎকার করে সবাইকে ভয় দেখাচ্ছে সে। এমনকি মিড-ডে মিলের খাবার হিসাবে পড়ুয়াদের জন্য তৈরি করা ডালিয়া না খেতে পেয়ে আরও রেগে যায় সে। এরপর স্কুলের যে শিক্ষক তার অসভ্যতা ক্যামেরাবন্দী করছিলেন তাঁর উপরে চড়াও হয়ে ক্যামেরাও সরিয়ে দেয়।
পরে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত বাবলা জিতাউলা গ্রামের বাসিন্দা। তার মেয়ে এই সরকারি স্কুলের ছাত্রী। মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি পুলিশকে জানায় রাজস্থানের একজন কুখ্যাত অপরাধীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় এক বাসিন্দা মদ্যপ অবস্থায় জিতাউলা গ্রামের প্রাথমিক স্কুলে ঢুকে শিক্ষক এবং স্কুলে উপস্থিত অন্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সরকারি কাজে বাধা দেন বলে অভিযোগ আসে। শিক্ষকদের তরফে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।