শেষ আপডেট: 20th June 2024 08:12
দ্য ওয়াল ব্যুরো: গত ৪৮ ঘণ্টায় চরম গরমে অসুস্থ হয়ে ৩১০ জন রোগী হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে রাজধানী দিল্লিতে। তাঁদের মধ্যে ১৪ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফলে এই তিন দিনে দিল্লিতে গরমজনিত মৃত্যু বেড়ে দাঁড়াল ৩৪!
লাগাতার তাপপ্রবাহ চলছে রাজধানীতে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা একটানা ৪৫ ডিগ্রির ওপরে। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। এই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার তথ্য মিলেছিল, দু'দিনে ৫ জনের মৃত্যু হয়েছে দিল্লিতে। আজ, বৃহস্পতিবার, সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪-এ। বর্তমানে অনেকে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি। তাঁরা সকলেই লাইফ সাপোর্টে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, গত দু'দিনে যে ৩১০ জন রোগী হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদের মধ্যে ১৪ জন মারা গিয়ে মৃতের সংখ্যা হয়েছে ৩৪। এই ৩৪ জনের মধ্যে আবার ২৭ জনকে আনাই হয়েছিল মৃত অবস্থায়। অর্থাৎ পথেই মৃত্যু হয়েছে তাঁদের। বেশিরভাগই গৃহহীন ভবঘুরে, পথচারীরা দেখতে পেয়ে হাসপাতালে আনেন। সমস্ত মৃত্যুর পরেই ময়নাতদন্ত করে দেখা হচ্ছে মৃত্যুর কারণ।
এই পরিস্থিতিতে ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলিকে পদক্ষেপ নিতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসার জন্য আলাদা করে 'হিটওয়েভ ইউনিট' তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক মহলের বক্তব্য, অতিরিক্ত গরম এবং চরম তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা আগের তুলনায় ৬০-৭০ শতাংশ বেড়েছে! রোগীদের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হওয়ার প্রবণতাও বাড়ছে।
ডিজাস্টার ম্যানেজমেন্ট ইতিমধ্যে সাধারণ মানুষের জন্য গাইডলাইন প্রকাশ করেছে, যে তাঁরা কীভাবে এই তাপপ্রবাহ পরিস্থিতির মধ্যে নিজেদের সুস্থ রাখবেন। তারা বলছে, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত রোদে না বেরোতে। আর বেশি করে জল খাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি রাজধানী দিল্লিতে। এই চরম পরিস্থিতির মধ্যে আবার সেখানে জলসঙ্কট দেখা দিয়েছে। দুইয়ে মিলিয়ে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত। রাজধানীর একাধিক হাসপাতাল সূত্রে খবর, হিটস্ট্রোকে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত দু'দিনে যাঁদের মৃত্যু হয়েছে প্রত্যেকেই এই রোগে আক্রান্ত হয়েছেন। মাত্রাতিরিক্ত গরমের সঙ্গে জলের সমস্যা দিল্লিবাসীর অবস্থা আরও কাহিল করছে।
হাওয়া অফিস বলছে, এখনই দিল্লির আমজনতা কোনও স্বস্তির খবর পাবেন না। অন্তত আরও ২৪ ঘণ্টা একই রকমভাবে তাপপ্রবাহ চলার আভাস দেওয়া হয়েছে। তবে গরম নিয়ে শুধু দিল্লি নয়, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং পাঞ্জাবেও লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবম।
সবথেকে অবাক করার বিষয়, উত্তরাখণ্ড, হিমাচলের শৈলশহরগুলিরও গরম থেকে রেহাই নেই। মুসৌরি, দেরাদুন, নৈনিতালের মতো পার্বত্য এলাকাতেও তাপমাত্রা ৪৩ ডিগ্রি পার করেছে। হিমাচল প্রদেশের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে। একই জায়গায় রয়েছে জম্মুও। সোমবার সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে।