শেষ আপডেট: 7th March 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: বরযাত্রীরা সবে ঢুকেছে। বিয়েবাড়ির (Wedding) উন্মাদনা তখন তুঙ্গে। চলছে গান-বাজনা, নাচানাচি। বান্ডিল বান্ডিল নোট ছোড়া হচ্ছে আকাশে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই উৎসব পরিণত হল বিষাদে। বিয়েবাড়িতে মর্মান্তিক মৃত্যু হল এক নাবালকের। যে টাকা ওড়ানো হচ্ছিল তা তুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয় সে। ঘটনাস্থলের মৃত্যু হয় তার।
হরিয়ানার (Haryana) সোনিপতে ঘটেছে এই মারাত্মক ঘটনা। পুলিশ জানিয়েছে, বরযাত্রীরা প্রবেশ করার পর টাকা ওড়ানো দেখে হকচকিয়ে গেছিল ১৪ বছরের ওই ছেলেটি। একসঙ্গে এত টাকা সে কখনই দেখেনি। তার ওপর তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল। বিয়েবাড়ির গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ছাদ, সব জায়গাতেই টাকা পড়ে ছিল। সেই টাকা তোলার জন্যই ছাদে যায় নাবালক। বেখেয়ালে বিদ্যুতের তারে হাত লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে।
সোনিপতের তাজপুর গ্রামের একটি ফার্ম হাউসে এই বিয়ের অনুষ্ঠান চলছিল। মৃত নাবালক ওই গ্রামেরই বাসিন্দা। তার বাবা শ্রমিক হিসেবে কাজ করেন। বিয়েবাড়ির আলোর ঝলকানি তার সঙ্গে টাকা দেখে অবাক হয়ে গেছিল নাবালক। তাই সে বিয়েবাড়িতে ঢুকে পড়ে বলে জানতে পেরেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নাবালক এত জোরে বিদ্যুতের ঝটকা খেয়েছিল যে সে কিছুদূর ছিটকে পড়ে। মুহূর্তের মধ্যে হইচই সৃষ্টি হয় সেখানে। আতঙ্কিত হয়ে পড়েন বিয়েবাড়ির বাকি অতিথিরা।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে নাবালকের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছেন, ওই নাবালকের মতো আরও অনেকে বিয়েবাড়ির উৎসব দেখে চমকে গেছিল। তবে তার মতো কেউ সেখানে ঢোকার সাহস করেনি। ওই নাবালকই সোজা বাড়িতে ঢুকে ছাদে চলে যায়।