অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনী ও চর সংস্থা আইএসআইকে চলতি উত্তেজনার খবরাখবর সরবরাহের অভিযোগে হরিয়ানার এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
যুবক হরিয়ানার কৈঠাল জেলার মস্তগড় চিকা গ্রামের বাসিন্দা।
শেষ আপডেট: 17 May 2025 05:16
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের সেনাবাহিনী ও চর সংস্থা আইএসআইকে চলতি উত্তেজনার খবরাখবর সরবরাহের অভিযোগে হরিয়ানার এক যুবককে গ্রেফতার করা হয়েছে। যুবক হরিয়ানার কৈঠাল জেলার মস্তগড় চিকা গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত যুবকের নাম দেবেন্দ্র সিং। বয়স ২৫। তিনি পিজি ডিপ্লোমা ছাত্র। জিজ্ঞাসাবাদের মুখে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগাযোগ ছিল। উত্তেজনাকর পরিস্থিতির সময় তিনি নিয়ম করে এদেশের খবরাখবর পাকিস্তানি এজেন্সির কাছে পৌঁছে দিতেন।
কৈঠালের ডিএপপি বীরভান সাংবাদিকদের জানান, দেবেন্দ্র সিং অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে তথ্য সরবরাহ করেছেন বলে স্বীকার করেছেন। গোপন সূত্রে খবর পেয়ে মস্তগড় চিকার বাসিন্দা নারওয়াল সিংয়ের ছেলে দেবেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে পাওয়া ডিভাইসগুলি সাইবার থানার কর্মীরা পরীক্ষা করে দেখছেন।
সূত্রে আরও জানা গিয়েছে, দেবেন্দ্র রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেছেন। পাঞ্জাবের একটি কলেজে পড়াশোনা করতেন। গত বছর নভেম্বর মাসে তিনি পাকিস্তানের নানকানা সাহিব গুরুদ্বারে তীর্থ করতে গিয়েছিলেন। সেখানেই তাঁর সঙ্গে পাকিস্তানি চর সংস্থার দালালদের সঙ্গে যোগাযোগ হয়। তারপর থেকে দেবেন্দ্র নিয়মিত আইএসআইকে খবরাখবর দিতেন।
পুলিশ দেবেন্দ্রর কথা জানতে পারে কিছুদিন আগে পানিপথ থেকে ২৪ বছরের এক যুবককে গ্রেফতারের পর। নৌমন ইলাহি নামে ওই যুবককেও পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তারও আগে পাঞ্জাব পুলিশ দুজনকে গ্রেফতার করে গোপন তথ্য পাচারের অভিযোগে। আইএসআইকে তারা অমৃতসরের ভারতীয় সেনা ঘাঁটি সম্পর্কে তথ্য পাচার করেছিল।