শেষ আপডেট: 12th March 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানার নগর নিগম ভোট বা পুরসভা ভোটে বিপুল ভোটে জয়ী হচ্ছে শাসকদল বিজেপি। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল কংগ্রেসের শোচনীয় পরাজয় ঘটতে চলেছে পুরনিগমগুলিতে। প্রাক্তন কুস্তিগির তথা কংগ্রেস বিধায়ক ভিনেশ ফোগাটের জুলানা পুরসভাও দখল করে নিয়েছে বিজেপি। বুধবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত গণনার যা গতিপ্রকৃতি তাতে বিজেপি ১০টির মধ্যে বেশিরভাগেই ক্ষমতা দখল করতে চলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে সবগুলির ফলঘোষণা হতে আরও কিছু সময় লাগবে। তবে ইতিমধ্যেই বিজেপি কর্মী-সদস্যরা বিভিন্ন জায়গায় হোলির আগেই গেরুয়া আবির নিয়ে উৎসবে মেতে উঠেছেন।
প্রসঙ্গত, গত ২ ও ৯ মার্চ দুদফায় পুরসভা ভোট গ্রহণ হয়েছিল। পুরভোটে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছিল। এ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ফরিদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিজেপি প্রার্থী প্রবীণ জোশি ২ লক্ষ ২৭ হাজারের কিছু বেশি ভোটে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী লতা রানি পেয়েছেন ৭৬ হাজারের কিছু বেশি ভোট। তৃতীয় স্থানে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী।
ভোটফল প্রবণতা বিচারে বিজেপি উল্লসিত। রাজ্যের বিজেপি সভাপতি মোহনলাল বাডোলি বলেন, হরিয়ানার মানুষ ফের একবার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির কাজের উপর আস্থা রেখেছেন। হরিয়ানায় এবার ট্রিপল ইঞ্জিন সরকার রাজ্য চালাবে। এতে রাজ্যের তিনগুণ উন্নয়ন হবে। কংগ্রেসের পরাজয় প্রমাণ করছে, ওদের দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সোনিপত বিজেপির রাজীব জৈন কংগ্রেস প্রার্থী কমল দিওয়ানকে ৩৪ হাজারের বেশি ভোটে হারিয়ে জিতে গিয়েছেন। শুধু মানেসরে জিতেছেন একজন নির্দল প্রার্থী। এই কেন্দ্রে মহিলা নির্দল প্রার্থী ডঃ ইন্দরজিৎ যাদব মেয়র নির্বাচনে জয়ী ঘোষিত হয়েছেন। বিজেপি প্রার্থী সুন্দর লালকে তিনি মাত্র ২২৩৫ ভোটে হারিয়ে দিয়েছেন।
পুর ভোটে গুরুগ্রাম সহ ১০টির মধ্যে ৯টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। হিসার, কারনাল, গুরুগ্রাম, রোহতক, যমুনানগর, আম্বালা, সোনিপথে এগিয়ে বিজেপি প্রার্থীরা। ফরিদাবাদ ও পানিপথের মেয়র নির্বাচনে জিতে গিয়েছে বিজেপি। পানিপথে ভবিষ্যতের মেয়র হচ্ছেন বিজেপির কোমল সাইনি। তিনি কংগ্রেস প্রার্থী সবিতা গর্গকে প্রায় ৯৫ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেছেন। আম্বালায় বিজেপির শৈলজা সচদেব, রোহতকে রাম অবতার বাল্মিকী জিতেছেন। কারনালে জিতেছেন বিজেপির রেণুবালা গুপ্ত।