Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণ ও খুন: তিন যুবককে ফাঁসির সাজা শোনাল আদালতভাঙড়ে বাড়ি ফেরার পথে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা, মৃত শওকতঘনিষ্ঠ বলে দাবিএইচআইভি মোকাবিলায় মার্কিন অর্থসাহায্য বন্ধ, বাড়বে মৃত্যু! ‘সিস্টেমিক শক’ বলছে রাষ্ট্রসঙ্ঘ'সর্বজনীন গণেশোৎসব' এবার থেকে রাজ্য উৎসব: সরকারি স্বীকৃতি দিল মহারাষ্ট্র সরকারদিল্লিতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার! সবটাই পরিকল্পনা মাফিক, বললেন মমতাViral Optical Illusion: ভিতরের ছবিতে লুকিয়ে থাকা ‘৫’ কি মাত্র ৭ সেকেন্ডে খুঁজে পাওয়া যাবে?ভারত বুঝেছে তারা সামরিক দিক থেকে পিছিয়ে, তাই গোপন হামলা বাড়িয়ে দিয়েছে: পাক সেনাপ্রধান মুনিরমহাকাশ থেকে ২৩০ বার সূর্যোদয় দেখলেন শুভাংশু, পাড়ি দিয়ে ফেললেন ১০০ লক্ষ কিমি পথPost Office: ডাকঘরে প্রযুক্তির ছোঁয়া, দু’দিন বন্ধ থাকবে পরিষেবাবিহারে হচ্ছে, বাংলাতেও হবে! ভোটার লিস্টের রিভিশন নিয়ে আশার আলো দেখছেন শুভেন্দু
Meerut Murder

স্বামীকে কত নৃশংসভাবে খুন করেছিল মুসকান ও প্রেমিক, প্রকাশ ময়নাতদন্তে

গত বুধবার সৌরভের দেহের ময়নাতদন্ত করা হয়। সেখানে বলা হয়েছে হৃৎপিণ্ডে ছুরির আঘাতেই সৌরভের মৃত্যু হয়েছে। এর পরই ছুরি দিয়ে ঘাড় আলাদা করে দেওয়া হয়।

স্বামীকে কত নৃশংসভাবে খুন করেছিল মুসকান ও প্রেমিক, প্রকাশ ময়নাতদন্তে

ফাইল ছবি

শেষ আপডেট: 22 March 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer) সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) নৃশংসভাবে খুনের (Murder) ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

এবার ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ্যে। যেখানে বলা হচ্ছে মৃত সৌরভের হৃৎপিণ্ডে ৩ বার পরপর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, সেটা নিশ্চিত হওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ছাড়াও শরীরের একাধিক অংশে কোপ মারা হয়েছিল। আর শরীর ফালাফালা করেছে তাঁর স্ত্রী মুসকানই। সৌরভের পেটের উপর বসেই এই কাণ্ড ঘটিয়েছে সে। 

ময়নাতদন্তে আরও বলা হচ্ছে, রাজপুতের ঘাড় কাটা, পা কেটে ফেলা এবং ধড় টুকরো টুকরো করে ফেলার প্রমাণ পাওয়া গিয়েছে। গ্রেফতারির প্রায় ১২ দিন আগে সৌরভকে খুন করে সাহিল ও মুসকান। পুলিশ জানাচ্ছে, মুসকান রাস্তোগি যখন ছুরি হাতে নিয়ে কী করবে বুঝতে পারছিল না, তখন সাহিল তার হাত ধরে এবং অচৈতন্য সৌরভের হৃৎপিণ্ড বরাবর তিনবার কোপ দেওয়ায়।

গত বুধবার সৌরভের দেহের ময়নাতদন্ত করা হয়। সেখানে বলা হয়েছে হৃৎপিণ্ডে ছুরির আঘাতেই সৌরভের মৃত্যু হয়েছে। এর পরই ছুরি দিয়ে ঘাড় আলাদা করে দেওয়া হয়। উল্লেখ করা হয়েছে, সৌরভের দুটো পা-ই পিছন দিকে বেঁকে ছিল। মৃত্যুর পর ওই অবস্থাতেই তা শক্ত হয়ে যায়। চেষ্টা করেও পা সোজা করতে পারেননি মুসকানরা। দুই হাতও কবজি থেকে কেটে ফেলা হয়।

 

তদন্ত করে পুলিশ জানিয়েছে,  সেই মাথা আর কবজি সাহিলের বাড়িতে পাঠান মুসকান। শরীরের বাকি অংশ নিজেদেরই বিছানার বাক্সে ঢুকিয়ে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। পরের দিন সেই দেহাবশেষ ড্রামে ঢুকিয়ে সিমেন্ট ঢেলে দেন।

ময়নাতদন্ত করা চিকিৎসকরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন, এহেন ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি। তাঁদের বক্তব্য সিমেন্টের ফলেই দেহাংশ পচে গিয়েছে।


ভিডিও স্টোরি