ফাইল ছবি
শেষ আপডেট: 22 March 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer) সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) নৃশংসভাবে খুনের (Murder) ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।
এবার ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ্যে। যেখানে বলা হচ্ছে মৃত সৌরভের হৃৎপিণ্ডে ৩ বার পরপর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, সেটা নিশ্চিত হওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ছাড়াও শরীরের একাধিক অংশে কোপ মারা হয়েছিল। আর শরীর ফালাফালা করেছে তাঁর স্ত্রী মুসকানই। সৌরভের পেটের উপর বসেই এই কাণ্ড ঘটিয়েছে সে।
ময়নাতদন্তে আরও বলা হচ্ছে, রাজপুতের ঘাড় কাটা, পা কেটে ফেলা এবং ধড় টুকরো টুকরো করে ফেলার প্রমাণ পাওয়া গিয়েছে। গ্রেফতারির প্রায় ১২ দিন আগে সৌরভকে খুন করে সাহিল ও মুসকান। পুলিশ জানাচ্ছে, মুসকান রাস্তোগি যখন ছুরি হাতে নিয়ে কী করবে বুঝতে পারছিল না, তখন সাহিল তার হাত ধরে এবং অচৈতন্য সৌরভের হৃৎপিণ্ড বরাবর তিনবার কোপ দেওয়ায়।
গত বুধবার সৌরভের দেহের ময়নাতদন্ত করা হয়। সেখানে বলা হয়েছে হৃৎপিণ্ডে ছুরির আঘাতেই সৌরভের মৃত্যু হয়েছে। এর পরই ছুরি দিয়ে ঘাড় আলাদা করে দেওয়া হয়। উল্লেখ করা হয়েছে, সৌরভের দুটো পা-ই পিছন দিকে বেঁকে ছিল। মৃত্যুর পর ওই অবস্থাতেই তা শক্ত হয়ে যায়। চেষ্টা করেও পা সোজা করতে পারেননি মুসকানরা। দুই হাতও কবজি থেকে কেটে ফেলা হয়।
তদন্ত করে পুলিশ জানিয়েছে, সেই মাথা আর কবজি সাহিলের বাড়িতে পাঠান মুসকান। শরীরের বাকি অংশ নিজেদেরই বিছানার বাক্সে ঢুকিয়ে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। পরের দিন সেই দেহাবশেষ ড্রামে ঢুকিয়ে সিমেন্ট ঢেলে দেন।
ময়নাতদন্ত করা চিকিৎসকরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন, এহেন ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি। তাঁদের বক্তব্য সিমেন্টের ফলেই দেহাংশ পচে গিয়েছে।