ফাইল চিত্র
শেষ আপডেট: 30th October 2024 17:15
দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ হওয়ার চার মাসের মাথায় এক ব্যবসায়ী পত্নীর দেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশের কানপুরে জেলাশাসকের বাংলো থেকে। পুলিশ সূত্রে জানা যায়, তাঁকে চার মাস আগে খুন করা হয়েছিল। তারপর পুঁতে দেওয়া হয়। ঘটনায় নাম জড়ায় মহিলার জিম ট্রেনারের। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হিন্দি সিনেমা 'দৃশ্যম' একাধিকবার দেখে, সেই প্লট ধরে একতা গুপ্তাকে খুন করা হয় বলে জানায় সে।
কানপুরের রায়পুরওয়ার বাসিন্দা বিমল সোনি পেশায় জিম ট্রেনার। কিছু মাস আগে তাঁর বিয়ে ঠিক হয়। যা নিয়ে এই মহিলা খুশি ছিলেন না বলে অভিযোগ। সম্পর্কে তিক্ততার শুরু সেখান থেকেই। এই নিয়ে ঝামেলা চলছিল বলেই জানায় তাঁদের পরিচিতরা। জুন মাসে জিম যাওয়া বন্ধ করে দেন ওই মহিলা।
বিমল সোনি পুলিশকে জানান, জুন মাসে প্রায় ২০ দিন ওই ব্যবসায়ী পত্নী জিমে আসেননি। তারপর হঠাৎ একদিন হাজির হন। কথা বলতে তাঁরা দুজনই এরপর একটি গাড়িতে করে বের হন জিম থেকে। জেরায় বিমল স্বীকার করে, খুনের কথা। সেসময় সে শুধু জানায় সরকারি উচ্চপদস্থ আধিকারিকের বাংলো রয়েছে এমন জায়গায় একতার দেহ পুঁতে রাখা হয়েছে।
তদন্তের পর জেলাশাসকের বাংলোর চত্বর থেকে একতা গুপ্তার দেহ উদ্ধার হয়। দৃশ্যমের কথা উঠে আসার পর পুলিশ দেখে বলিউডের এই বিখ্যাত সিনেমার প্লটের সঙ্গে মিলে গেছে এই খুনের প্লটও। যা দেখে রীতিমতো অবাক হয় তদন্তকারী আধিকারিকরা। খুন সংক্রান্ত আরও তথ্য জোগার করতে বিমলকে জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে তার ট্র্যাক রেকর্ডও।
এদিকে একতা গুপ্তার স্বামীর দাবি, প্রোটিন পাওডারে কিছু মিশিয়ে দিয়ে একতাকে প্রথমে অজ্ঞান করা হয়েছে তারপর তাঁকে খুন করা হয়েছে। এবিষয়ে এখনই কোনও সঠিক সিদ্ধান্তে পৌঁছয়নি পুলিশ।