গুয়াহাটি (Guwahati) থেকে চেন্নাইগামী (Chennai) ইন্ডিগো বিমানে (Indigo Flight) পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেটিকে হঠাৎ করে ঘুরিয়ে নিয়ে যেতে হল বেঙ্গালুরুতে (Bengaluru)।
জ্বালানি না থাকায় বেঙ্গালুরুতে নামল ইন্ডিগো
শেষ আপডেট: 19 June 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: চেন্নাইয়ের কাছাকাছি পৌঁছেও শেষমেশ অবতরণ করা গেল না। গুয়াহাটি (Guwahati) থেকে চেন্নাইগামী (Chennai) ইন্ডিগো বিমানে (Indigo Flight) পর্যাপ্ত জ্বালানি না থাকায় সেটিকে হঠাৎ করে ঘুরিয়ে নিয়ে যেতে হল বেঙ্গালুরুতে (Bengaluru)। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ইন্ডিগোর ৬ই৬৭৬৪ নম্বর ফ্লাইটে।
বিমানটির চেন্নাই পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। কিন্তু আকাশসীমায় প্রবেশ করার পরই বোঝা যায়, জ্বালানির ঘাটতির কারণে নির্ধারিত গন্তব্যে অবতরণ নিরাপদ নয়। তখনই জরুরি সিদ্ধান্ত নিয়ে বিমানের উড়ানের দিক ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। সেখানেই অবশেষে নিরাপদে নামানো হয় বিমানটিকে।
এই ঘটনায় এখনও পর্যন্ত ইন্ডিগো সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পাশাপাশি বৃহস্পতিবার সকালেও ইন্ডিগোর আর একটি বিমানে সমস্যার মুখে পড়তে হয় যাত্রীদের। দিল্লি থেকে লেহ-গামী ৬ই ২০০৬ ফ্লাইটটি মাঝ আকাশ থেকেই ফিরে আসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানের প্রযুক্তিগত সমস্যা ও লেহ-তে নিরাপদে নামার উপযোগী পরিস্থিতি না থাকায়, বিমানটিকে ফিরিয়ে আনা হয়।
এছাড়াও বুধবার আরও একটি ইন্ডিগো বিমানে সামান্য ত্রুটি দেখা দেয়। দিল্লি থেকে রায়পুরগামী ফ্লাইট ৬ই ৬৩১৩ বিমানটির দরজা অবতরণের পর খুলতে দেরি হয় ছোটখাটো প্রযুক্তিগত কারণে। সম্প্রতি বারবার যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি সংক্রান্ত ঘটনায় ইন্ডিগোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও এবার প্রশ্ন তুলছেন যাত্রীরা। যদিও প্রতিটি ঘটনার ক্ষেত্রেই বিমানগুলি নিরাপদে অবতরণ করতে পেরেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।