শেষ আপডেট: 13th August 2024 11:23
দ্য ওয়াল ব্যুরো: হরিয়ানা-পাঞ্জাব সীমান্ত এলাকার সিরসার ডেরা সাচ্ছা সৌদার প্রধান বিতর্কিত ধর্মগুরু গুরমিত রামরহিম সিংকে ফের জেল থেকে সাময়িক ছুটি দেওয়া হচ্ছে। ধর্ষণ ও খুনের ঘটনায় শাস্তিপ্রাপ্ত রামরহিমকে বারবার প্যারোল সহ বিভিন্ন কারণে জেল থেকে ছাড়ার ঘটনা নিয়ে কেন্দ্র সরকার নিন্দিত হয়েছে। তারপরেও এনিয়ে এই বছরে দ্বিতীয়বার সাময়িক ছুটি উপভোগ করতে জেল থেকে বেরবেন রামরহিম। এবার তিনি ২১ দিনের জন্য কারাবাস থেকে মুক্তি পেতে চলেছেন। এই সময়ে তিনি উত্তরপ্রদেশের বাগপতের বারনাওয়া ডেরা আশ্রমে যাপন করবেন।
পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট এর আগেই শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির আনা রামরহিমের সাময়িক মুক্তির বিরুদ্ধে আবেদন খারিজ করে। তারপরেই সিরসাকেন্দ্রিক ডেরার স্বঘোষিত ধর্মগুরুকে ২১ দিনের ছাড় দেওয়া হয়। গত ৯ অগস্ট হাইকোর্ট জানিয়ে দেয়, রামরহিমের সাময়িক মুক্তির বিষয়টি বিবেচনা করবে উপযুক্ত কর্তৃপক্ষ। এক্ষেত্রে কোনও চাপ কিংবা পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি যেন না নেওয়া হয়।
গুরমিত রামরহিম সিং ইনসান গত জুন মাসে ২১ দিনের ছুটি চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল। চলতি বছর ফেব্রুয়ারিতে হাইকোর্ট হরিয়ানা সরকারকে বলেছিল, আদালতের অনুমতি ছাড়া তাকে যেন আর প্যারোলে মুক্তি না দেওয়া হয়। উল্লেখ্য, গত জানুয়ারি মাসেই রামরহিমকে ৫০ দিনের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।
গুরমিত সিংকে তার দুই শিষ্যাকে ধর্ষণের অপরাধে ২০ বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছিল। রামরহিম এখন হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি রয়েছে। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলেও খুনের অভিযোগে বেকসুর খালাস পেয়ে যায় এই গডম্যান। ২০১৭ সাল থেকে সে এই জেলে রয়েছে। যদিও এর আগে বহুবার নানান ছুতোনাতায় সে দীর্ঘ সময় জেলের বাইরে কাটিয়েছে।