শেষ আপডেট: 28th May 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: বার বার প্যারোলে বেরিয়ে আসা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার হাইকোর্টের নির্দেশে বড় স্বস্তি গুরমিত রাম রহিমের। খুনের মামলা থেকে বেকসুর খালাস পেলেন ডেরা সাচা সৌদার প্রধান।
২০২১ সালের ১৮ অক্টোবর ডেরার ম্যানেজার রঞ্জিত সিং-কে খুনের মামলায় রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত। ৩১ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দেওয়া হয়। সেই মামলাতেই রেহাই পেলেন 'স্বঘোষিত ধর্মগুরু'। মঙ্গলবার রাম রহিম সহ মোট ৫ জনকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট।
২০০২ সালে খুন হন ডেরা সাচার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিংহ। তাঁকে গুলি করে হত্যা করা হয়। হরিয়ানার সিরসায় ডেরা সাচার আশ্রমে রাম রহিম মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছেন বলে যে চিঠি ফাঁস হয় তার নেপথ্যে রঞ্জিতেরই হাত ছিল বলে তদন্তে উঠে আসে। সেই রঞ্জিতের খুনেও নাম জড়ায় রাম রহিমের।
পুলিশি তদন্তে অসন্তোষ প্রকাশ করে ২০০৩ সালে সিবিআই তদন্তের আর্জি জানান রণজিতের পুত্র। দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর ২০২১ সালে এই হত্যাকাণ্ডের ঘটনায় রাম রহিম সহ ৫ জনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিবিআই আদালত। সংশ্লিষ্ট নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাম রহিম। মঙ্গলবার সেই মামলাটিতে রাম রহিমকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে রেহাই দিল উচ্চ আদালত।
যদিও রাম রহিমের বিরুদ্ধে সাংবাদিক খুনের মামলায় এখনও যাবজ্জীবনের নির্দেশ বহাল রয়েছে। বর্তমানে রাম রহিম রোহতকের সুনারিয়া জেলে রয়েছেন তাঁর দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড ভোগ করছেন।