Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
চোকার্স বদনাম এবার কি ঘুচবে? গত পাঁচটি আইসিসি টুর্নামেন্টে কিন্তু দাপট দেখিয়েছে প্রোটিয়ারামেয়ের আকাশ ছোঁয়ার স্বপ্ন অধরাই, বিমান দুর্ঘটনায় অথৈ জলে গুজরাতের শ্রমজীবী পরিবারবিবাহিত মানেই বঞ্চিত? রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল হাইকোর্ট, কোন মামলাSeat 11A: দু’টি ভয়াবহ বিমান দুর্ঘটনা, দুই বেঁচে ফেরায় অদ্ভুত মিল! নেপথ্যে সেই ‘মিরাকল সিট’বাজারে গিয়ে আক্রান্ত মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী, তুমুল উত্তেজনা খাতড়ায়সুশান্তের মৃত্যুতে এখনও অধরা কারণ! পাঁচ বছর পর আদালতে জমা হল রিপোর্ট, জানালেন বোন শ্বেতামহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলিকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকেরWTC ফাইনাল: ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজনের আশা কি ভেস্তে যাবে?নতুন রূপে পর্দায় আসছে 'শক্তিমান', তবে রণবীর নন, দেখা যাবে এই দক্ষিণী সুপারস্টারকে!বিমান দুর্ঘটনার কথা আগেই জানান জ্যোতিষী? টুইট ঘিরে শুরু বিতর্ক, 'মানবিক' হতে বলল নেটপাড়া
Jammu and Kashmir

পুলওয়ামায় নতুন করে গুলির লড়াইয়ে খতম এক জইশ জঙ্গি, আরও ২-৩ জনের সন্ধান পেয়েছে সেনা

বৃহস্পতিবার সকাল থেকে পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রামে চলছে এই গুলির লড়াই।

পুলওয়ামায় নতুন করে গুলির লড়াইয়ে খতম এক জইশ জঙ্গি, আরও ২-৩ জনের সন্ধান পেয়েছে সেনা

ফাইল ছবি

শেষ আপডেট: 15 May 2025 07:27

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের গুলি যুদ্ধ জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। বৃহস্পতিবার ভোরে পুলওয়ামায় (Pulwama) জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে ভারতীয় সেনার (Indian Army)। সূত্রের খবর, সেনার ফাঁদে পা দিয়েছে অন্তত দুই থেকে তিন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) সংগঠনের সন্ত্রাসবাদী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এক জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রামে চলছে এই গুলির লড়াই। মাত্র ২ দিন আগেই ভূ-স্বর্গের সোপিয়ান এলাকায় এনকাউন্টারে খতম করা হয়েছিল তিন লস্কর জঙ্গিকে। এছাড়াও ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর অস্ত্র। ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে জইশের দুই বা তিনজন জঙ্গিকে ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।

পহেলগামের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান করেছে ভারত। পাক সেনা পাল্টা হামলা চালানোয় পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়েছিল। তবে গত শনিবারই দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা একেবারেই কমেনি। বরং এলওসি-তে আক্রমণের বহর আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। এদিকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের গতিবিধিও আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই প্রেক্ষিতেই আবার নতুন করে 'অপারেশন কেল্লার' অভিযান শুরু করেছে সেনা।

এই অভিযানেই ৩ লস্কর নেতা নিকেশ হয়েছে। পাশাপাশি সোপিয়ান সহ দক্ষিণ কাশ্মীরের একাধিক অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা। তার মধ্যে রয়েছে রাইফেল, গ্রেনেড, বেশ কয়েকটি বন্দুক এবং কয়েকটি ব্যাগ। জঙ্গিদের ব্যবহার করা টাকার ব্যাগও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। যে ৩ লস্কর জঙ্গিকে নিকেশ করা হয়েছে এই ব্যাগ তাদের হতে পারে বলে অনুমান। সেই সময়ই সন্দেহ করা হয়েছিল যে আরও একাধিক জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের সন্ধান পেয়েছে নিরাপত্তাবাহিনী।

গত ১০ মে, শনিবার বিকেল ৫টায় ভারত-পাক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তার ৫১ ঘণ্টা পর সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট করেই বলেছিলেন, 'অপারেশন সিঁদুর' বন্ধ হয়নি। তা স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর তাঁরা নজর রাখছেন। তিন বাহিনী সমরসজ্জায় প্রস্তুতও রয়েছে। দরকার পড়লেই ফের জবাব দেব। এরপরই দেখা জঙ্গি নিধনে 'অপারেশন কেল্লার' শুরু করেছে ভারতীয় সেনা।


ভিডিও স্টোরি