শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে ফেলে চলছে গুলির লড়াই। জঙ্গিদের আক্রমণের পাল্টা যোগ্য জবাব দিচ্ছে নিরাপত্তাবাহিনী।
ফাইল ছবি
শেষ আপডেট: 22 May 2025 10:39
দ্য ওয়াল ব্যুরো: সোপিয়ান, পুলওয়ামার পর এবার জম্মু-কাশ্মীরের কিস্তওয়ারে (Jammu Kashmir Kishtwar) একাধিক জঙ্গির লুকিয়ে থাকার খবর পেল সেনাবাহিনী (Indian Army)। আর তারপর থেকেই সেখানে অভিযান চালিয়েছে তারা। বৃহস্পতিবার সকাল থেকে ওই অঞ্চলে চলছে গুলির লড়াই। কমপক্ষে ২-৩ জন সন্ত্রাসবাদী জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে অনুমান।
পহেলগাম হামলার (Pahalgam Attack) বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারত 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান করেছে। তবে সেটাই যে শেষ নয় তা স্পষ্ট করে দেওয়া হয়েছিল। অল্প কয়েকদিনের মধ্যেই জম্মু-কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ায় প্রথমে 'অপারেশন কেল্লার' এবং পরে 'অপারেশন নাদের' করে সেনাবাহিনী। সোপিয়ান এবং পুলওয়ামার ত্রালে এই অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ৬ জঙ্গি নিকেশ করা হয়। এবার কিস্তওয়ারে একই রকমের অভিযানে ব্যস্ত সেনা।
শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে ফেলে চলছে গুলির লড়াই। জঙ্গিদের আক্রমণের পাল্টা যোগ্য জবাব দিচ্ছে নিরাপত্তাবাহিনী। আশা করা হচ্ছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গিদের মৃত্যুর খবর আসতে পারে। কারণ যে অঞ্চলে তারা আটকে রয়েছে সেখান থেকে পালিয়ে বাঁচার সম্ভাবনা খুবই কম। এলাকায় জওয়ানদের সংখ্যাও বাড়ানো হচ্ছে যাতে এই অভিযান সফল হওয়ায় কোনও বাধা না আসতে পারে।
পহেলগাম হামলার বদলা নিয়ে অভিযান হয়েছে ঠিকই কিন্তু এখনও সেনাবাহিনী ওই ঘাতক জঙ্গিদের খোঁজ পায়নি। এদিকে বৃহস্পতিবার পহেলগাম জঙ্গিহানার এক মাস পূর্ণ হল। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসরন ভ্যালিতে সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারান ২৫ জন পর্যটক এবং এক কাশ্মীরি। তারপর থেকেই উপত্যকা জুড়ে একাধিক তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে সেনা। তবে ওই ঘাতক জঙ্গিদের সন্ধান আদৌ মেলে কিনা তাই দেখার।