শেষ আপডেট: 31st January 2025 22:39
দ্য ওয়াল ব্যুরো: এক গৃহবধূকে বেধড়ক মারধর, তারপর অর্ধনগ্ন করে বাইকে বেঁধে ঘোরানো হল রাস্তায়! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতে। এই ঘটনায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও বেশ কয়েকজনের খোঁজে চলছে তল্লাশি অভিযান। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।
গুজরাতের ধলমিসাল নামে একটি গ্রামের এই ঘটনায় শোরগোল। স্থানীয় সূত্রে খবর, মহিলার স্বামী একটি খুনের মামলায় জেলে রয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে পরকীয়া করার অভিযোগ তোলে শ্বশুরবাড়ির লোক। ঘটনার দিন মহিলা প্রতিবেশী এক যুবকের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে গেছিলেন। সেই সময়ই সেখানে চড়াও হয় তাঁর শ্বশুরবাড়ির লোকজন। প্রথমে কটূক্তি করা হয় তাঁকে, তারপর বাড়ি থেকে টেনে এনে শুরু হয় মারধর।
মূলত মহিলার শ্বশুর এবং দেওয়রের বিরুদ্ধে লোকজন নিয়ে এসে মহিলার ওপর অত্যাচার করার অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় মহিলাকে মারধরে অভিযুক্ত তাঁর প্রতিবেশীরাও। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গেছে, মারধরের পর মহিলাকে একটি বাইকের পিছনে দড়ি দিয়ে বাঁধা হয়। তারপর অর্ধনগ্ন অবস্থায় মহিলাকে টেনেহিঁচড়ে চালিয়ে নিয়ে যায় একজন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গত ২৮ জানুয়ারির। আর মূল অভিযুক্ত মহিলার শ্বশুর। অত্যাচারের পর তাঁকে বাড়িতেই বন্দি করে রেখেছিলেন তিনি। তাঁকে উদ্ধারের সঙ্গে সঙ্গে শ্বশুর-সহ ১২ জনকে গ্রেফতার করেছে তাঁরা। আরও যারা জড়িত ছিলেন তাঁদের খোঁজ শুরু হয়েছে। এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবে রাজনৈতিক তরজা শুরু হয়েছে রাজ্যে। বিজেপিকে নারী নিরাপত্তার ইস্যুতে খোঁচা দিচ্ছে বিরোধীরা।