শেষ আপডেট: 5th January 2025 11:41
দ্য ওয়াল ব্যুরো: ঠিক বেঙ্গালুরুর আত্মঘাতী ইঞ্জিনিয়ার অতুল সুভাষেরই যেন কাহিনি ফুটে উঠেছে গুজরাতে। বটাদ জেলার একটি গ্রামে সুরেশ সাথাদিয়া (৩৯) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তাঁর পরিবারের সদস্যরা সুরেশের মোবাইলে একটি ভিডিও পান। যেখানে তিনি বলছেন, 'স্ত্রীর কারণে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি এবং পরিবারের কাছে অনুরোধ করছি, যাতে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কারণ সে আমার মৃত্যুর জন্য দায়ী।'
এর পরের দিন সাথাদিয়ার বাবা একটি অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ তাঁর স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করেছে। অভিযোগ, সাথাদিয়ার স্ত্রী মানসিকভাবে অত্যাচার করতেন। প্রায়ই ঝগড়া করতেন এবং নিজের বাবা-মায়ের বাড়িতে চলে যেতেন।
পুলিশ জানিয়েছে, সুরেশ তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য শ্বশুরবাড়ি গিয়েছিলেন, তারপর ফিরে এসে তিনি আত্মহত্যা করেন। পুলিশ এখন এই মামলার তদন্ত করছে। পুলিশ জানিয়েছে, সুরেশ সাথাদিয়া ৩০ ডিসেম্বর তাঁর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।
কয়েকদিন আগেই ঘটে যাওয়া বেঙ্গালুরুর ইঞ্জিনিয়ার অতুল সুভাষের ঘটনায় তোলপাড় হয়েছে দেশ। সেই ঘটনায় তাঁর স্ত্রী এবং পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ উঠেছিল। ২৪ পাতার সুইসাইড নোট এবং ৮১ মিনিটের এক ভিডিও করে যাবতীয় সমস্যার ব্যাখ্যা দিয়ে আত্মহত্যা করেছিলেন অতুল।