শেষ আপডেট: 9th December 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: ফিক্সড ডিপোজিটে কেটেছে ট্যাক্স। ব্যাঙ্ক ম্যানেজারের ওপর চড়াও প্রৌঢ়। আহমেদাবাদের ইউনিয়ন ব্যাঙ্কের ঘটনা। ব্যাঙ্ক ম্যানেজারের মাথায় চাঁটিও মারেন তিনি। পাল্টা হাতাহাতিতে জড়িয়ে পড়েন ম্যানেজারও। ভাইরাল ঘটনার ভিডিও।
৪৩ সেকেন্ডের ভিডিও-তে দেখা যাচ্ছে, দু'জন মারপিট করছেন। দু'জনই একে অপরের কলার ধরে। ধস্তাধস্তিও চলছে। ওই প্রৌঢ়র সঙ্গে ব্যাঙ্কে আসা এক বয়স্ক মহিলাকে মধ্যস্ততা করতে দেখা যায়।
ব্যাঙ্কের আরেক কর্মী ম্যানেজারকে ঝামেলা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু পরিস্থিতি ঠিক হওয়ার বদলে আরও খারাপ হয়ে যায়। একজন আরেকজন মারার চেষ্টা করেন। ম্যানেজারের মাথায় থাপ্পড় মারেন প্রৌঢ়। বাকি কাস্টমাররাও এগিয়ে আসেন। শেষে সকলের হস্তক্ষেপে দু'জনকে আলাদা করা সম্ভব হয়।
তবে, ম্যানেজারকে ছেড়ে এরপর ব্যাঙ্কের আরেক কর্মীর ওপর চড়াও হন ওই প্রৌঢ়।
'Customer' turned 'Crocodile' after TDS Deduction in Bank FD. FM sud instruct Bank staffs to learn 'taekwondo' for self defense. pic.twitter.com/CEDarfxcqi
— Newton Bank Kumar (@idesibanda) December 6, 2024
জানা গিয়েছে, আহমেদাবাদের বস্ত্রপুর এলাকার ইউনিয়ন ব্যাঙ্কের ঘটনা এটি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এই মর্মে বস্ত্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
কিছুদিন আগে এই একই ধরনের একটি ঘটনার সাক্ষী হয়েছিল পটনার একটি ব্যাঙ্ক। সিবিল স্কোর নিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে হেনস্থা করেছিলেন এক কাস্টমার। মহিলা আধিকারিকের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করেন এক ব্যক্তি। ফোন কেড়ে ছুঁড়ে ফেলা হয় মাটিতে। পরে হুমকি দেন। এই ঘটনারও তদন্ত চলছে।