শেষ আপডেট: 11th March 2025 15:48
দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর মৃত্যু হয়েছে ২০ বছর আগে। দ্বিতীয় বিয়ে করা নিয়ে হয় পরিবারের সঙ্গে বিবাদ। রাজকোটের জসদান এলাকায় সেই বিবাদের জেরেই নিজের ছেলেকে গুলি করে খুন করলেন ৮০-র বৃদ্ধ।
ঘটনায় প্রভাত বোরিচা (৫২)-র মৃত্যু হয়েছে। পালিয়ে প্রাণে বেঁচে যান তাঁর স্ত্রী জয়াবেন। নয়তো তাঁকেও বৃদ্ধ মেরে ফেলতেন বলে অভিযোগ। রামভাই বোরিচা অর্থাৎ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেপুটি এসপি কেজি জালার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার নিজের ছেলে প্রভাত বোরিচাকে গুলি করেন রামভাই। জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন মনে হলেও পরে কারণ স্পষ্ট হয়।
রামভাইয়ের পুনরায় বিয়ে করার ইচ্ছে নিয়ে পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল। সেই রাগ থেকেই ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রামভাইয়ের বৌমা জানিয়েছেন, চলতে থাকা ঝামেলার মধ্যেই তিনি পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি দেন।
ঘটনার দিন সকালে প্রভাতের স্ত্রী জয়াবেন স্বামীকে সঙ্গে নিয়ে শ্বশুরকে চা দিতে যান। ফিরে আসার সময় হঠাৎ দু’টি গুলির শব্দ শুনতে পান। দেখেন, দরজা ভিতর থেকে বন্ধ। কিছুক্ষণ পর রামভাই বন্দুক হাতে বেরিয়ে আসেন এবং জয়াবেনের ওপর হামলার চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে পালিয়ে যান।
পরে জয়াবেনের ছেলে বাড়ি ফিরলে পুরো ঘটনা জানান। তাঁরা ঘরে ঢুকে দেখেন, প্রভাত রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। পাশে চুপচাপ বসে রয়েছেন রামভাই। দ্রুত প্রভাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জয়াবেনের অভিযোগের ভিত্তিতে পুলিশ রামভাই বোরিচাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।