স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন বিজয় রুপানি। তবে ঠিক কী কারণে তিনি পরপর ২ বার টিকিট বাতিল করেছিলেন তা স্পষ্ট না।
বিজয় রুপানি
শেষ আপডেট: 14 June 2025 09:32
দ্য ওয়াল ব্যুরো: একবার নয়, পরপর দু’বার সফরের দিন বদল করেছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি (Gujarat Ex CM Vijay Rupani)। শেষমেশ ১২ জুন আমদাবাদের সেই অভিশপ্ত বিমানে (Ahmedabad Plane Crash) উঠেছিলেন তিনি। সেই বিমানই টেক-অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে। মৃত্যু হয় ২৪১ জন যাত্রীর, তাঁদের মধ্যে ছিলেন রুপানিও।
প্রথমে ১৯ মে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন রুপানি। সে দিন এয়ার ইন্ডিয়ার AI171 ফ্লাইটের টিকিট কেটেছিলেন তিনি। ফেরার কথা ছিল ২৫ জুন। পরে ওই টিকিট বাতিল (Ticket Cancelled) করে রুপানি ৫ জুনের জন্য ফের বুকিং করেন। তবে কোনও এক কারণে শেষ মুহূর্তে সেই টিকিটও বাতিল করেন তিনি। শেষমেশ তৃতীয়বার ১২ জুনের ফ্লাইটের টিকিট কেটেছিলেন রুপানি। তাঁর সিট নম্বর — ২ডি।
স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন বিজয় রুপানি। তবে ঠিক কী কারণে তিনি পরপর ২ বার টিকিট বাতিল করেছিলেন তা স্পষ্ট না হলেও ঘনিষ্ঠ মহল বলছে, পয়া নম্বরের ওপর ভরসা করেই তিনি এটা করেছিলেন। ঘনিষ্ঠরা জানাচ্ছেন, '১২০৬' ছিল তাঁর কাছে সৌভাগ্যের সমান। সেই কারণে বছরের ষষ্ঠ মাস জুনের ১২ তারিখ তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে ঠিক করেন। কিন্তু ভাগ্যের পরিহাসে '১২০৬'-তেই লন্ডনগামী বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর।
এই প্রিয় সংখ্যার প্রতি রুপানির বিশ্বাস ছিল অবিচল। স্কুটার থেকে শুরু করে সব গাড়ির নম্বর, সবেতেই থাকত ‘১২০৬।’ দীর্ঘ রাজনৈতিক জীবনের ছায়াসঙ্গী এই নম্বর। অবশেষে সেই নম্বরই হয়ে উঠল তাঁর বিদায়ের তারিখও।
উল্লেখ্য, ১৯৫৬ সালের ২ অগস্ট, মায়ানমারের ইয়াঙ্গনে এক জৈন পরিবারে জন্ম বিজয় রুপানির। সাত ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। রাজনৈতিক অস্থিরতার কারণে তাঁর পরিবার ১৯৬০ সালে চলে আসে গুজরাতের রাজকোটে। সেই রাজকোটই আজ তাঁকে হারিয়ে শোকস্তব্ধ।