দ্য ওয়াল ব্যুরো: নির্মমভাবে পাঁচ বছরের এক শিশুকে খুন করে মন্দিরের সিঁড়িতে তার রক্ত নিবেদন করার অভিযোগ উঠেছে গুজরাতের ছোটাউদেপুর জেলার এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সোমবার এই ভয়ঙ্কর ঘটনা ঘটার পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে আদিবাসী অধ্যুষিত পানেজ গ্রামে শিশুটিকে তার মায়ের সামনে থেকেই অপহরণ করে নিজের বাড়িতে নিয়ে যায় লালা তড়বি নামের ওই অভিযুক্ত ব্যক্তি। এরপর কুড়ুল দিয়ে তার গলায় কুপিয়ে নির্মমভাবে খুন করে তাকে।