শেষ আপডেট: 19th October 2024 18:48
দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ নাগরিকদের জন্য জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে ১৮ শতাংশ হারে জিএসটি উঠে যেতে চলেছে। এ বিষয়ে সিদ্ধান্ত পাকা হওয়ার পথে আরও একধাপ এগোল কেন্দ্রীয় সরকার। শনিবার মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে সকল সদস্যই এ ব্যাপারে একমত হয়েছেন বলে সূত্রে জানা গিয়েছে।
মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে ঠিক হয়েছে, প্রস্তাবমতো স্বাস্থ্যবিমা ও জীবনবিমার প্রিমিয়ামে দিতে হওয়া জিএসটি প্রবীণ নাগরিকদের দিতে হবে না। প্রবীণ নাগরিক ছাড়া ৫ লক্ষ টাকা কভারেজের প্রিমিয়ামের স্বাস্থ্যবিমায় অন্যদের ছাড়ের কথাতেও রাজি হয়েছেন মন্ত্রিগোষ্ঠীর সদস্যরা। যদিও চূড়ান্ত নেওয়া হবে জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে। ৫ লক্ষের বেশি কভারেজের স্বাস্থ্যবিমায় ১৮ শতাংশ জিএসটি চালু থাকবে বলে একমত হয়েছে মন্ত্রিগোষ্ঠী।
গত মাসে বসা জিএসটি কাউন্সিলের বৈঠকে এই মন্ত্রিগোষ্ঠী গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মন্ত্রিগোষ্ঠীর আহ্বায়ক বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি বলেন, সকল সদস্যই মানুষের উপর থেকে অতিরিক্ত বোঝা কমাতে চেয়েছেন। বিশেষত প্রবীণ নাগরিকদের জন্য এই অতিরিক্ত করে বোঝা খুবই কষ্টদায়ক হচ্ছিল। আমরা একটি রিপোর্ট কাউন্সিলের কাছে জমা দেব। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী জিএসটি কাউন্সিলই। উল্লেখ্য, ১৩ সদস্যের এই মন্ত্রিগোষ্ঠীতে ছিলেন উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্নাটক, কেরল, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাত, মেঘালয়, পাঞ্জাব, তামিলনাড়ু এবং তেলঙ্গানার মন্ত্রীরা।
স্বাস্থ্য ও জীবনবিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি মকুবের বিষয়ে কাউন্সিল গত বৈঠকেই ঐকমত্যে পৌঁছালেও পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হতে চলেছে। ৫৪-তম জিএসটি কাউন্সিলের বৈঠকে প্রায় সকল সদস্যই স্বাস্থ্য ও জীবনবিমা ক্ষেত্রে ১৮ শতাংশ কর মকুবের প্রস্তাবে সায় দিয়েছিলেন। ফলে, পরবর্তী বৈঠকে যদি চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় তাহলে তা দেশের মধ্যবিত্ত শ্রেণির কাছে এক বিরাট স্বস্তির বিষয় হবে। কারণ প্রিমিয়ামের সঙ্গে দেয় মোট অর্থের পরিমাণ অনেকটা লাঘব হবে।
এ বিষয়ে ছাড় বা মকুবের বিষয়টি ঠিক করতে কর আধিকারিক এবং কেন্দ্র ও রাজ্যগুলির আধিকারিকদের নিয়ে গঠিত কমিটি একটি বিস্তারিত রিপোর্ট জমা দেয়। সূত্র আরও জানিয়েছে, চলতি আর্থিক বছরে স্বাস্থ্য বিমা ও জীবনবিমায় কেন্দ্র ও রাজ্য ৮২৬২.৯৪ কোটি এবং ১৪৮৪.৩৬ কোটি টাকা সংগ্রহ করেছে।