শেষ আপডেট: 14th July 2024 14:35
দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ির মেনুতে মাছ বা আমিষ কোনও খাবার না থাকায় সানাইয়ের সুর বিষাদে পরিণত হল।
মেনুতে মাছ রাখা হয়নি কেন, তা নিয়ে তর্কাতর্কি পৌঁছল হাতাহাতিতে। বরের মারে জখম হলেন কনেপক্ষের ৬ জন। খবর পেয়ে বিয়ের পিঁড়িতে হাজির পুলিশও। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে কনের বাবা বর-সহ বরযাত্রীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরও করলেন। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে বর-সহ বরযাত্রীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের দেওরিয়ার ঘটনা। অভিষেক শর্মার সঙ্গে সুষমার বিয়ে ঠিক হয়েছিল। শনিবার ছিল বিয়ের লগ্ন। নির্দিষ্ট সময়ে বরযাত্রীদের নিয়ে পৌঁছে যান বরও। কিন্তু বিয়ে শুরুর আগেই বেঁধে যায় গোলমাল। মেনুতে পনির সহ নিরামিষের একাধিক পদ থাকলেও মাছ বা আমিষ জাতীয় কোনও পদ ছিল না। বরযাত্রীদের কারও মাধ্যমে সে খবর জানতে পেরে রেগে অগ্নিশর্মা হয়ে ওঠেন বর।
মারধরের ১ মিনিটের একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল। তাতে দেখা যাচ্ছে, তর্কাতর্কি চলাকালীন বর নিজে কনেপক্ষের এক মহিলার গালে চড় মারেন। প্রতিবাদ জানাতে এগিয়ে আসেন ওই মহিলার স্বামী। অভিযোগ, বর তাঁকেও মারতে যান। এরপরই দু'পক্ষের মধ্যে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায়। গুরুতর জখম হন কনেপক্ষের ৬ জন।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। কনের বাবার অভিযোগের ভিত্তিতে বর-সহ বরযাত্রীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে দেওরিয়ার বাঘাউচঘাট থানার পুলিশ। ঘটনায় বরপক্ষের বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।