Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'আমি নোবেল পাওয়ার যোগ্য', দাবি কেজরিওয়ালের! বিজেপি বলছে, এর থেকে হাস্যকর কিছু হয় নাস্বাধীনতা সংগ্রামীরা ‘সন্ত্রাসবাদী’! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ঘিরে বিতর্কগুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলাপচা খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ! শিব সেনা বিধায়কের মারধরের পর লাইসেন্স বাতিল ক্যান্টিনের'মমতার নামে দুর্নীতির মামলা নেই,' দিল্লিতে বৈঠক সেরে সাংবাদিকদের প্রশ্নে বললেন দিলীপহাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেট
Anant Ambani Wedding

বরযাত্রীসহ রাজপুত্তুর নিয়ে বিয়েবাড়ি এলেন মুকেশ-নীতা, বরমালা ৮টা, সাড়ে ৯টায় সাতপাকে বাঁধা

৫ হাজার কোটি টাকার মোচ্ছবে নেটদুনিয়া তোলপাড়

বরযাত্রীসহ রাজপুত্তুর নিয়ে বিয়েবাড়ি এলেন মুকেশ-নীতা, বরমালা ৮টা, সাড়ে ৯টায় সাতপাকে বাঁধা

অনন্ত আম্বানি, মুকেশ ও নীতা আম্বানি। শুক্রবার বিয়ের আসরে ফটোগ্রাফারদের সামনে।

শেষ আপডেট: 12 July 2024 11:59

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম ধনকুবের রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্তর সঙ্গে ব্যবসায়ী-কন্যা রাধিকা মার্চেন্টের আজ, শুক্রবার বিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই বৈদিক হিন্দু রীতিনীতি মেনে 'শুভবিবাহ'এর আচার-অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ঠিক বিকেল পাঁচটার সময় আম্বানিদের বাড়ি অ্যান্টিলিয়া থেকে শোভাযাত্রা সহকারে 'বারাত' বেরিয়ে বিয়েবাড়ি জিও ওয়ার্ল্ড সেন্টারে এসে পৌঁছায়। সেখানে 'বরমালা' অনুষ্ঠান হবে রাত ৮টা নাগাদ এবং রাজপুত্তুর অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট সাতপাকে বাঁধা পড়বেন রাত সাড়ে ৯টা নাগাদ।

বছরখানেকেরও বেশি সময় ধরে এই বিয়ের প্রস্তুতিপর্ব চলছে। বিয়ের জাঁকজমক, বৈভব দেখে ভারতীয়রা তো বটেই তাজ্জব হয়ে গিয়েছে গোটা দুনিয়া। এখন জল্পনা ও হাতের কড়ি গুনে বিয়ের আনুমানিক খরচের অঙ্ক কষা চলছে জোরকদমে। সোশ্যাল মিডিয়া রেডিট-এ একটি পোস্টকে ঘিরে তুবড়ির মতো রঙিন মন্তব্যের ফোয়ার ছুটছে নেটদুনিয়ায়। সেটি হল- এই বিয়ের খরচ নাকি ৫০০০ কোটি টাকা। যা মুকেশ আম্বানির সম্পত্তির মাত্র ০.৫ শতাংশ।

View this post on Instagram

A post shared by Voompla (@voompla)

ওই পোস্টে এও মন্তব্য করা হয়েছে যে, এই খরচে একটি পরিবারের পাঁচ প্রজন্ম হেসেখেলে কাটিয়ে দিতে পারে। এক নেট নাগরিকের মন্তব্য, আমি এইমাত্র একটি নিবন্ধ পড়ে দেখলাম, আম্বানিরা যদি রোজ ৩ কোটি টাকা খরচ করেন, তাহলে তাঁদের সম্পত্তি ফুরোতে ৯৬২ বছর লাগবে।

আরেকজন লিখেছেন, ৫ হাজার কোটি টাকা মানে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। যা দিয়ে আমেরিকায় ১০ বার অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠান হয়ে যেতে পারে। অনেকের মতে, গড় ভারতীয়রা বিয়ের অনুষ্ঠানে মোট সম্পদের ৫ থেকে ১৫ শতাংশ খরচ করেন। সেখানে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে মোট সম্পদের মাত্র ০.৫ শতাংশ খরচ হচ্ছে। অর্থাৎ ছোট রাজপুত্তুরের বিয়েতে যৎসামান্য খরচ করছেন মুকেশ ও নীতা।

খরচ যাই হোক, ছেলের বিয়ে উপলক্ষে রিলায়েন্স কর্মীরা নেমন্তন্ন না পেলেও একটি করে উপহারের টুকরি পেয়েছেন। যে বাক্সে হলদিরামের নানান মুখরোচক সহ একটি মিষ্টির প্যাকেট ও একটি করে রুপোর মুদ্রা রয়েছে। অনেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। ছবিতে দেখা গিয়েছে, লাল রঙের বাক্সের উপর সোনালি অক্ষরে মালিক ও মালকিন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

প্যাকেটের ভিতরে রয়েছে, হলদিরামে নমকিন যেমন আলু ভুজিয়া সেও এবং লাইট চিঁড়েভাজা। এছাড়া একটি করে মিষ্টির বাক্স ও রুপোর কয়েন। তানিয়া রাজ নামে এক কর্মী এই ছবি শেয়ার করে লিখেছেন, রিলায়েন্সে কাজ করার উপঢৌকন।


ভিডিও স্টোরি