শনিবার লোকসভায় বাজেট ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
শেষ আপডেট: 1st February 2025 15:03
দ্য ওয়াল ব্যুরো: আগামী আর্থিক বছরের প্রস্তাবিত বাজেটে বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করে ১০০ শতাংশ করা হয়েছে। আগে যা ছিল ৭৪ শতাংশ। যদিও তাতে বেশকিছু বিধিনিষেধ আরোপের সুযোগ রাখা হয়েছে। এর ফলে বিমাক্ষেত্রে দেশীয় বিনিয়োগকে সুনিশ্চিত রেখে আরও বেশি পরিমাণে বিদেশি পুঁজি আকর্ষণের লক্ষ্যমাত্রা নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
প্রধানত এই বিনিয়োগের সুযোগ তাদেরই দেওয়া হবে, যে বিদেশি কোম্পানিগুলি প্রিমিয়াম বাবদ আয়ের পুরোটাই ভারতে বিনিয়োগ করবে। একইসঙ্গে বর্তমান সুরক্ষাবেড়া এবং বিদেশি বিনিয়োগের শর্তাবলিকে পুনর্বিবেচনা এবং সহজতর করা হবে বলে আশ্বাস দিয়েছেন নির্মলা। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআইয়ের পরিমাণ বৃদ্ধি নিয়ে সরকার ১৯৩৮ সালের বিমা আইন, ১৯৫৬ সালের জীবনবিমা কর্পোরেশন আইন এবং বিমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ১৯৯৯-এর সংশোধন করবে।
এদিন বিমা ক্ষেত্রে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগের প্রস্তাব পেশের পরপরই শেয়ার বাজারে বিমা কোম্পানিগুলি হু-হু করে লাভের মুখ দেখেছে। ভারতীয় জীবনবিমা কর্পোরেশন, আইসিআইসিআই লোম্বার্ড জেনারেল ইন্সিওরেন্স কোম্পানি ও নিউ ইন্ডিয়া অ্যাসুওরেন্স কোম্পানি ভদ্রস্থ লাভের মুখ দেখে। এছাড়াও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্সিওরেন্স কোম্পানি, এইচডিএফসি লাইফ ইন্সিওরেন্স কোম্পানি এবং এসবিআই লাইফ ইন্সিওরেন্স কোম্পানির শেয়ার এদিন বেশ লাফিয়ে বেড়ে গিয়েছে।
২০২৪ সালের নভেম্বরে কেন্দ্র বিমা আইনে সংশোধনের প্রস্তাব এনেছিল। যাতে শুরুতেই বলা ছিল প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে। একটি কোম্পানির আওতায় বিমাকারী কোম্পানিগুলি একাধিক বিমা ব্যবসা খুলতে পারবে। এরপর সরকার বণিক মহলের মতামত চেয়ে পাঠিয়েছিল। বিমা ক্ষেত্র নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই লক্ষ্য নিয়েছে ২০৪৭ সালের মধ্যে সকলের জন্য বিমা নীতির। বিমা ক্ষেত্রে আরও বিদেশি পুঁজির আসার অর্থ কেবলমাত্র এটাকে চাঙ্গা করা নয়, একইসঙ্গে চাকরির সুযোগ বৃদ্ধি ঘটবে এর ফলে।