শেষ আপডেট: 30th January 2025 17:07
দ্য ওয়াল ব্যুরো: আগামিকাল, শুক্রবার, ৩১ জানুয়ারি শুরু হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। সেই মতো বৃহস্পতিবার প্রথা অনুযায়ী বসে সর্বদল বৈঠক। এই অধিবেশনে বাজেট প্রস্তাবের উপর আলোচনা ছাড়াও বহু বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪ পাশ করানোর জন্য পেশ করবে কেন্দ্রীয় সরকার। বিলটি বাজেট অধিবেশনের তালিকাভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে যৌথ সংসদীয় কমিটি খসড়া রিপোর্ট তুলে দিয়েছে। যা আগামী সপ্তাহে লোকসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে।
বিরোধী দলগুলি অবশ্য ওয়াকফ বিল নিয়ে সরকারপক্ষকে দুষেছে। খসড়া রিপোর্ট পাশে বিরোধীদের কোনও প্রস্তাবই শোনা হয়নি হলে অভিযোগ তাদের। এদিন সর্বদল বৈঠকে উঠে আসে মহাকুম্ভের দুর্ঘটনার কথাও। সমাজবাদী পার্টির এমপি রামগোপাল যাদব উত্তরপ্রদেশ সরকারের অব্যবস্থার জন্য একহাত নেন। বাইরে বেরিয়ে তিনি বলেন, সর্বদল বৈঠকে তিনি বিষয়টি তোলার সময় কোনও প্রতিক্রিয়া মেলেনি সরকারি তরফে। বিশেষত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যিনি ওই রাজ্যেরই লোক তিনিও চুপ ছিলেন।
কংগ্রেসের রাজ্যসভার সদস্য প্রমোদ তিওয়ারি বলেন, মহাকুম্ভ মেলা ছাড়াও দল অমিত শাহ ও মোহন ভাগবতের সাম্প্রতিক মন্তব্য নিয়ে আলোচনা চাইবে। এছাড়াও, এডিএমকে, আম আদমি পার্টি, বিজু জনতা দল, তৃণমূল কংগ্রেস, আরজেডি এবং জেএমএম এদিনের সর্বদল বৈঠকে উপস্থিত ছিল। বৈঠকে সরকারের তরফে হাজির ছিলেন রাজনাথ সিং, কিরেন রিজিজু, জেপি নাড্ডা, রাম মেঘওয়াল এবং এল মুরুগন। উল্লেখ্য, বাজেট অধিবেশন চলবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত।