বানভাসি উত্তরপ্রদেশ
শেষ আপডেট: 17th September 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তর প্রদেশ। ইতিমধ্যে যোগীরাজ্যের সরযূ, ঘর্ঘরা-সহ একাধিক নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। এবার সেই জলের তোড়েই ভেসে গেল একটি সরকারি স্কুল। সোশ্যাল মিডিয়ায় সেই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে।
তবে বিগত কয়েকদিন টানা বৃষ্টিতে উত্তর প্রদেশের একাধিক স্কুল বন্ধ থাকার কারণে বড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছে। ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলেই যোগী সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভেসে যাওয়া স্কুলটি বরাবাঁকির গাজিপুর গ্রামে অবস্থিত ছিল।
সরকারের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিতে গাজিপুর, বালিয়া, বরাবাঁকি-সহ একাধিক এলাকা ভেসে গিয়েছে। পাশাপাশি শারদা ও গিরিবাঁধ দিয়ে লাগাতার জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি স্কুলটি নদী তীরবর্তী হওয়ার কারণেই এমন অবস্থা। এছাড়া সোমবার দিনভর বৃষ্টির কারণে এটাওয়া, সোনভদ্র, শ্রাবন্তী এবং ফতেপুরে চারজনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।
তবে সময় যত গড়াচ্ছে একাধিক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। ইতিমধ্যে উত্তর প্রদেশে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। সরকারের তরফে তাঁদের উদ্ধারের চেষ্টা করা হলেও উদ্ধারকারী দলকে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে জানা গিয়েছে।