শেষ আপডেট: 4th February 2025 16:22
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধের পাশেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিস্তম্ভ স্থাপনের একটি জমি দিতে সম্মত হয়েছে কেন্দ্র। এই মর্মে একটি প্রস্তাব পাঠানো হয়েছে মনমোহনের পরিবারকে। সরকারের শীর্ষস্তরীয় সূত্রে এ খবর জানা গিয়েছে।
সূত্রটি জানিয়েছে, মনমোহনের পরিবারকে পাঠানো জমিদানের প্রস্তাবের জবাবের জন্য অপেক্ষা করছে সরকার। কারণ, নিয়মবিধি অনুসারে প্রাক্তনীদের স্মৃতিসৌধ স্থাপনের জন্য একটি ট্রাস্ট গঠন করতে হয়। সেই ট্রাস্ট সরকারের কাছে জমি চেয়ে আবেদন জানালে, কেন্দ্র তা অনুমোদন করে। সেইমতো মনমোহনের পরিবার অছি পরিষদ গঠন করে যাতে জমির আবেদন করে, তার জন্য কেন্দ্রীয় সরকার অপেক্ষায় রয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, স্মৃতিসৌধ স্থাপনের জন্য সরকার প্রস্তাবিত ট্রাস্টকে ২৫ লক্ষ টাকা মঞ্জুর করতে পারে। উল্লেখ্য, মনমোহন সিংয়ের মৃত্যুর পর থেকেই তাঁর পার্থিব শরীরের শেষকৃত্যের জায়গা নিয়ে কংগ্রেস শূলে চড়াতে থাকে বিজেপি সরকারকে। তারপর মনমোহনের স্মৃতিসৌধ স্থাপনের দাবিতেও রাহুল গান্ধী সহ দল মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে চাপ দিতে থাকে। এরপরই সূত্রে জানা যায়, কেন্দ্র মনমোহনের স্মৃতিসৌধ স্থাপনের জন্য জমির খোঁজ চালাচ্ছে।
গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় পূর্ত দফতর রাষ্ট্রীয় স্মৃতিস্থলে সঞ্জয় গান্ধী মেমোরিয়ালের কাছে একখণ্ড জমি দেখে আসে। এছাড়াও কয়েকটি জমি দেখা হয়। সূত্রটি জানিয়েছে, প্রস্তাবমতো জমিটি ট্রাস্টের হাতে তুলে দিতে চায় কেন্দ্রীয় সরকার। এখন অপেক্ষা পরিবারের সাড়া দেওয়ার। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।