শেষ আপডেট: 9th April 2025 14:03
দ্য ওয়াল বাংলা: ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি অত্যাধুনিক 'রাফাল মেরিন' যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত। ডিসেম্বরে এই নিয়ে অন্তিম পর্যায়ে আলোচনা হয়। ধরে নেওয়া হয়েছিল এক মাসের মধ্যেই চুক্তি চূড়ান্ত হতে পারে ফ্রান্সের সঙ্গে। সেই মতোই এবার ৬৩ কোটি টাকা টাকার ২৬টি ‘রাফাল মেরিন’ কেনায় অনুমোদন দিল কেন্দ্র।
চুক্তি অনুযায়ী, ভারতীয় নৌবাহিনী ২২টি একক আসনবিশিষ্ট রাফাল মেরিন এবং ৪টি দ্বৈত আসনের বিমান পাবে। এর সঙ্গে থাকবে-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) এই চুক্তির অনুমোদন দিয়েছে। মনে করা হচ্ছে, এই যুদ্ধবিমানগুলি মূলত ভারতীয় নৌবাহিনীর রণতরীর (INS Vikrant এবং INS Vikramaditya) জন্য কেনা হচ্ছে। বর্তমানে যে পুরনো মিগ-২৯কে রয়েছে সেগুলির বদলে রাফাল মেরিনগুলি মোতায়েন করা হবে আগামীদিনে।
এই রাফাল মেরিনগুলিতে উন্নত অ্যাভিওনিক্স, অত্যাধুনিক অস্ত্রসজ্জা, শর্ট টেক-অফ কিন্তু অ্যারেস্টেড রিকভারি (STOBAR) ক্ষমতা, শক্তিশালী ল্যান্ডিং গিয়ার ও অ্যারেস্টর হুক রয়েছে। প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, আগামী চার বছরের মধ্যে এই যুদ্ধবিমানগুলির সরবরাহ শুরু হবে। ২০২৯ সালের শেষের দিকে প্রথম পর্যায়ে রাফালে মেরিন ভারতীয় নৌবাহিনীর হাতে আসবে বলে আশা করা হচ্ছে। ২০৩১-এর মধ্যে সবগুলোই চলে আসবে।