শেষ আপডেট: 5th November 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনে পৌঁছে আর কাউকে জিজ্ঞেস করতে হবে না কুম্ভ মেলার গন্তব্য। গুগল ম্যাপ অন করলেই কুম্ভ মেলায় পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা।
শুধু কুম্ভমেলার স্পটে পৌঁছানো নয়, প্রয়াগরাজের কোন মন্দির বা মঠে আপনি যেতে চান, তার নাম লিখলে সেখানে আপনাকে পৌঁছে দেবে গুগল ম্যাপ!
আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হবে ২০২৫ সালের মহাকুম্ভ মেলা। মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষর অনুরোধে সাড়া দিয়ে নিজেদের ডিজিটাল নীতিতে বড় পরিবর্তন এনেছে গুগল। প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতেও আবদ্ধ হয়েছে বিশ্বের বৃহত্তম ডিজিটাল জায়ান্ট।
ফি-বারই কোটি কোটি মানুষ উপস্থিত হন কুম্ভমেলায়। আগামী বছর প্রায় ৪০ থেকে ৪৫ কোটি মানুষ কুম্ভ মেলায় আসতে পারেন বলে মনে করছে মেলা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এতদিন নির্দিষ্ট গন্তব্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে নানাবিধ সমস্যার মধ্যে পড়তে হত পুণ্যার্থীদের। অনেকে হারিয়েও যান। এবার এ সব সমস্যার অনেকখানি সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।
গুগলের তরফে জানানো হয়েছে, এতদিন শুধুমাত্র স্থায়ী জায়গাগুলির নাম গুগল তার ম্যাপে অন্তর্ভুক্ত করে রাখত। সেদিক থেকে কুম্ভ মেলা বছরে মাত্র কয়েকটি দিনের জন্য হয়। তাই গুগলের পরিভাষায়, এটি অস্থায়ীভাবে গড়়ে ওঠা বসতি। অর্থাৎ গুগলের নীতি অনুযায়ী এই ধরনের কোনও স্থানের পুঙ্খানপুঙ্খ তথ্য ম্যাপে থাকার কথা নয়।
তবে মহাকুম্ভ মেলার ভিড়ের কথা মাথায় রেখে মেলার প্রতিটি মঠ, প্রতিটি স্থানের পুঙ্খানপুঙ্খ তথ্য গুগল ম্যাপে অন্তর্ভুক্ত করছে কর্তৃপক্ষ। নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরু থেকেই যা দেখা যাবে গুগল ম্যাপে। অর্থাৎ সহজেই কুম্ভমেলায় নিজের পছন্দের জায়গায় পৌঁছে যেতে পারবেন পুণ্যার্থীরা।