শেষ আপডেট: 15th December 2024 11:31
দ্য ওয়াল ব্যুরো: 'গুগলবাবা' সব জানে। ঠিক তাই, প্রায় প্রতিদিন, প্রতি মুহূর্তে গুগল সার্চ চলে দুনিয়া জুড়ে। কোথায় ভালো ঝালমুড়ি পাওয়া যায় থেকে কঙ্গোর রাজধানীর নাম কী? উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকে মোট কতগুলো গুলি চলেছিল, জানেন! ভরসা গুগলবাবা। চলতি বছরে সবথেকে বেশি গুগল সার্চ হয়েছে এর একটা তালিকা প্রকাশ করল গুগল মঙ্গলবার। দেখে নেওয়া যাক, কী কী রয়েছে তাতে! কোন বিষয়ে ভারতের মানুষের সবথেকে বেশি আগ্রহ, প্রশ্ন ছিল। খোঁজ নিয়েছেন গুগলে।
গুগল ইয়ার ইন সার্চ ২০২৪ (Google Year In Search 2024) প্রকাশ হয়েছে এইদিনেই। সেখানে গানবাজনা, সিনেমা, টিভি শো, খেলা, বাণিজ্য দুনিয়া থেকে পর্যটন, হোটেল-পানীয় কী নেই তালিকায়! ঘটনাচক্রে সঞ্জয়লীলা ভনসালির হিরামান্ডি টপ ট্রেন্ডিং সার্চের শীর্ষ স্থান দখল করেছে শো-বিভাগে।
একইসঙ্গে এই ওটিটি সিরিজে ব্যবহৃত তবায়িফ শব্দটিও বিশ্বজুড়ে সার্চ তালিকায় প্রথম সারিতেই রয়েছে। যাঁরা জানেন না, তাঁরা তবায়িফ শব্দের মানে জানতে সার্চ করেছেন অনবরত। গুগল সার্চে তাই সামনের সারিতে তবায়িফ মিনিং লিখে সার্চ করার প্রবণতা। কেউ মারাঠিতে, কেউ ইংরেজিতে।
গুগলস ইয়ার ইন সার্চ রিপোর্টে দেশীয় ও আন্তর্জাতিক নানান ইভেন্টে দেশবাসীর আগ্রহ ও কৌতূহল ধরা পড়েছে সার্চ করার প্রবণতায়। এতে দেখা গিয়েছে, ২০২৪ সালটি ছিল মিম ম্যানিয়ায় ভরা। ব্লু গ্রিঞ্চ নি সার্জারি থেকে কর্মক্ষেত্রের মজা যেমন জেন জেড বস মিম ভাইরাল হয়ে শীর্ষ দিকে রয়েছে।
বিনোদন দুনিয়া
স্ত্রী ২-এর মতো হরর-কমেডি থেকে সামাজিক চেতনার ছবি টুয়েলভ ফেল, ছোট পর্দার হিরামান্ডি এবং মির্জাপুর সার্চের প্রথম সারিতে রয়েছে। এরসঙ্গে আন্তর্জাতিক জনপ্রিয় দ্য লাস্ট অফ ইউএস এবং কোরিয়ান ড্রামা কুইন অফ টিয়ার্স-এর সার্চিং বেশি হয়েছে। আবার নাদানিয়াঁ এবং ইয়ে তুনে ক্যায়া কিয়ার নস্ট্যালজিক গানের খোঁজেও বহু মানুষ সার্চ চালিয়ে গিয়েছে।
খেলার জ্বর
ভারতবাসী খেলা বলতে পাগল। আইপিএল, প্রো কবাডি লিগ ও আইএসএল-এর ভরপুর সার্চ চলেছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে প্যারিস অলিম্পিক ও টি-২০ বিশ্বকাপ ভারতীয়দের মনে উথালপাতাল তল্লাশি চালিয়ে গিয়েছে। অ্যাথলেটিকদের মধ্যে বিনেশ ফোগাট এবং হার্দিক পান্ডিয়া ছিলেন সর্বাধিক সার্চে থাকা ক্রীড়া ব্যক্তিত্ব।
পর্যটন দুনিয়ার খোঁজ
ভারতীয়দের খোঁজ ছিল দেশের বাইরে বেড়াতে যাওয়ার দিকে বেশি। যেমন আজারবাইজান এবং বালি দ্বীপের খোঁজ বেশি হয়েছে। ঘরোয়া পর্যটনে শীর্ষে রয়েছে মানালি এবং জয়পুর। খাবারদাবারে এগিয়ে রয়েছে আমের আচার এবং ওনাম সাধ্যা। ককটেলে সকলকে টেল এন্ডার করে দিয়েছে পর্নস্টার মার্টিনি।
রাজনীতি
ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভা ভোটের ফল, কংগ্রেস পার্টি, রাহুল গান্ধী ছিল সার্চের সামনের সারিতে।
এছাড়াও দুঃসহ গরম, বাতাসে দূষণের পরিমাপ, দিল্লির একিউআই, রতন টাটার প্রয়াণ সবই ছিল সার্চের আওতায়। এর মধ্যে সবথেকে জনপ্রিয় ছিল 'AQI near me'।