শেষ আপডেট: 21st July 2024 20:02
দ্য ওয়াল ব্যুরো: পরপর ট্রেন দুর্ঘটনার খবরে আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ডিব্রুগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল, তাতে ৪ জনের মৃত্যু হয়। এবার রাজস্থানের একটি মালগাড়ি বেলাইন হওয়ার খবর মিলেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে তিনটি কামরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার সন্ধে নাগাদ উত্তরপ্রদেশের আমরোহায় গাজিয়াবাদ ও মোরাদাবাদ স্টেশনের মাঝে একটি মালগাড়ির ৭টি কামরা লাইনচ্যুত হয়েছিল। এই ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানেই রাজস্থানে মালগাড়ি বেলাইন হয়। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি আলোয়ারের দিকে যাচ্ছিল বলে রেল সূত্রে খবর। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিক ও নিরাপত্তারক্ষীরা। তবে স্বস্তির বিষয়, কেউ আহত বা নিহত হননি।
এই ঘটনার জেরে অবশ্য রেল লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যার ফলে বেশ কিছুক্ষণ ওই রুটে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই লাইন থেকে কামরা সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। সবথেকে বড় প্রশ্ন, কেন বারবার এইভাবে রেল দুর্ঘটনা ঘটছে সেটাও পরিষ্কার হচ্ছে না।
ডিব্রুগড় এক্সপ্রেস নিয়ে যে প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে উল্লেখ করা হয়েছে, রেললাইনে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবই এই দুর্ঘটনার মূল কারণ। রিপোর্টে এও উল্লেখ করা হয়েছে, রেললাইনের অবস্থা খুব একটা ভাল ছিল না। সেই বিষয়ে রেল কর্তৃপক্ষকে আলাদা করে সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়নি।
রেল কর্তৃপক্ষ অবশ্য এই রিপোর্ট পুরোপুরি মানতেই চায়নি। বরং তাঁদের বক্তব্য, প্রাথমিক স্তরের এই তদন্তে সব বিষয় যাচাই করা হয়ে ওঠে না। তাই এই রিপোর্ট যে একশো শতাংশ সঠিক হবে তার কোনও মানে নেই। এদিকে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে বিকট শব্দ শুনতে পেয়েছিলেন বলে দাবি করেছেন ডিব্রুগড় এক্সপ্রেসের লোকো পাইলট এবং যাত্রীদের একাংশ। তাঁদেরও দাবি অবশ্য মানতে চায়নি পুলিশ।